Ajker Patrika

দেশে আইনের হাতের চেয়েও লম্বা অবৈধ ক্ষমতার হাত: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৬: ৩৯
দেশে আইনের হাতের চেয়েও লম্বা অবৈধ ক্ষমতার হাত: রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্রলীগ ও যুবলীগ এক সর্বনাশা সময় সৃষ্টি করেছে। বর্তমান এই ঘোর দুর্দিনে জনগণের জানমাল এখন ভয়ানক বিপন্ন। তাদের অব্যাহত গুম, খুন, নারী ও শিশু নির্যাতনে সারা দেশে এক বিষাদের ছায়া নেমে এসেছে। সরকারের নির্দেশেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। দেশে এখন প্রকৃত আইনের হাতের চেয়েও অবৈধ ক্ষমতার হাত অনেক লম্বা।’ 

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনি এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন রিজভী। 

দেশে বেকারত্ব, দারিদ্র্য, অনাহার, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিং থেকে জনগণের দৃষ্টি সরাতেই এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, তথাকথিত উন্নয়নের মাধ্যমে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তোলা হয়েছে। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। সমাজ থেকে ন্যায়বিচার উচ্ছেদ করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে তছনছ করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ এখন সরকারের অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে। নানা কালাকানুনের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে মানুষের বাক্‌স্বাধীনতা। মানুষের ভোটের অধিকার নেই, মুক্তভাবে কথা বলার অধিকার নেই, দেশের সব সেক্টরে এখন নৈরাজ্য চলছে। 

রিজভী আরও বলেন, নানা অন্যায়, অবিচারের প্রতিবাদে বাংলাদেশের বিরোধী দলগুলো যেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই আতঙ্ক থেকে বিরোধী দল নিধনে কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে যুবদল নেতা বদিউজ্জামানকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কুড়িগ্রামের শফিকুল ইসলামকে। এই সমস্ত হত্যাকাণ্ড পরিকল্পিত, এক বৃহত্তর মাস্টারপ্ল্যানেরই অংশ। মানুষ যাতে সরকারের বিরুদ্ধাচরণ করার সাহস না পায়, এই হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণকে সেই মরণবার্তা দেওয়া হলো বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 

এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় এবং ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিজভী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত