Ajker Patrika

জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিলে আমরা স্বাগত জানাব: নানক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিলে আমরা স্বাগত জানাব: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে পারলে আমরা দলটিকে স্বাগত জানাব।’ 

আজ শুক্রবার বাদ জুমা রংপুর মহানগরীর আলমনগরে নাসিম খান মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জাতীয় পার্টি যদি ৩০০ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে থাকে, আমরা তাঁদের স্বাগত জানাব। জাতীয় পার্টি মহাজোটের শরিক নয়, এখন তাঁরা বিরোধী দল। জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে।’ 

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কখনো নির্বাচন হবে না। স্বাধীন নিরপেক্ষ কমিশনের অধীনেই নির্বাচন হবে। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনে বিএনপির এত অনীহা কেন? তারা এখন গভীর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। 

এর আগে রংপুর নগরীর মুসলিমপাড়া রেলওয়ে কবরস্থানে এসপিজিআরসি’র প্রধান পৃষ্ঠপোষক মরহুম নাসিম খানের কবর জিয়ারত করেন তিনি। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এসপিজিআরসি-বাংলাদেশ আয়োজিত আলহাজ্ব নাসিম খানের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি বাংলাদেশের সাধারণ সম্পাদক এম. শওকত আলীর সভাপতিত্বে স্মরণসভা ও ১৭ তম বাৎসরিক কাউন্সিলের আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসপিজিআরসির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হারুন অর রশিদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেনেভা ক্যাম্প চেয়ারম্যান এস. কে গোলাম জেলানী, এসপিজিআরসি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শাহিদ, খুরশিদ আলম, এসপিজিআরসি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সোহেল আশরাফি, রাউসা বাঁধ কলোনীর সম্পাদক মো. রেহান, এসপিজিআরসি খুলনার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, আদমজির সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ। 

কাউন্সিলে এসপিজিআরসি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, আদমজি, জেনেভা ক্যাম্প, চট্টগ্রাম, খুলনা, সৈয়দপুর, বগুড়া, যশোর থেকে আগতরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত