Ajker Patrika

কাদেরের শেষ বার্তা, শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধান থাকবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮: ০৮
কাদেরের শেষ বার্তা, শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধান থাকবেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলের পকেট গরম, মালপানি ভালো সরবরাহ হয়। পকেট গরম ওনার কথাও গরম।

আজ বুধবার গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন কাদের। দুপুর তিনটা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। 

কাদের বলেন, ‘মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে, আমাদের ধমক দেন, ভয় দেখান। পাঁচ তারকা হোটেলের নাশতা খেয়ে অনশন করেন। আড়াই ঘণ্টা আন্দোলন করে বিদেশি জুস খেয়ে অনশন ভঙ্গ করেছেন। আমিও বার্তা দিয়ে দিচ্ছি, শেষ বার্তা—আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধান থাকবেন।’ 

শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিএনপির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর জনগণের ভেটে আবারও প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা কোন দোষে পদত্যাগ করবেন? তিনি হলেন ম্যাজিক লিডার। আট মিনিটে ফার্মগেট থেকে বিমানবন্দরে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কাদের বলেন, তত্ত্বাবধায়ক আজিমপুরে চিরনিদ্রায় শুয়ে আছে। ওইটা আর ফিরে আসবে না। 

পশ্চিমাদের উৎসাহে উৎসাহিত হয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, তারা এখন নিজেদের ঘর সামলাচ্ছে। ওইটা সামলিয়ে আপনাদের উৎসাহ দিতে আসবে না।

বিএনপির আন্দোলনের জবাব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অবরোধ করলে পাল্টা অবরোধ। দাঁড়াতে দেব না। যারা অবরোধ দেওয়ার কথা বলছে, তারাই নির্বাচনে বাধা দেবে। তাদের বিরুদ্ধে বন্ধুরা কী ব্যবস্থা নেবে দেখব।’ 

কাদের আরও বলেন, নৌকা ছাড়া গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র, উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনা থাকলে গণতন্ত্র আসবে, শান্তি আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত