নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকে ‘সরকারের চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। অভিযোগ গঠন করে মামলার যে রায় দেওয়া হবে, তা হবে প্রতিহিংসামূলক ও ফরমায়েশি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরকার এমন চাক্রান্ত করছে।
দুদকের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দেশে বিরাজমান সীমাহীন দুর্নীতির মহাতাণ্ডব দুদকের চোখে পড়ে না। বর্তমান সরকারের ছত্রছায়ায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা ও নেতা-কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।
বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাতে করে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব করে চলমান আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকে ‘সরকারের চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। অভিযোগ গঠন করে মামলার যে রায় দেওয়া হবে, তা হবে প্রতিহিংসামূলক ও ফরমায়েশি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরকার এমন চাক্রান্ত করছে।
দুদকের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দেশে বিরাজমান সীমাহীন দুর্নীতির মহাতাণ্ডব দুদকের চোখে পড়ে না। বর্তমান সরকারের ছত্রছায়ায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা ও নেতা-কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।
বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাতে করে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব করে চলমান আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নব্বইয়ের গণ-অভ্যুত্থানে এরশাদের পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে লিখিত চুক্তি করেছিল রাজনৈতিক দলগুলো, যা তিন জোটের রূপরেখা নামে পরিচিত। কিন্তু ক্ষমতায় সেই চুক্তি মানেনি দলগুলো। জুলাই অভ্যুত্থানের অর্জনও যাতে এভাবে ব্যর্থ না হয়, সে জন্য জুলাই সনদ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছ
৯ ঘণ্টা আগেজাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে আওয়ামী লীগ তোষণের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, এইচ এম এরশাদ (প্রয়াত) এবং জি এম কাদের গত ১৬ বছর আওয়ামী লীগকে হৃষ্টপুষ্ট করেছেন। এর দায়ে জি এম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবার আলোচনার ঝড় তুলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মওলানা ভাসানীর বক্তব্যের পুনরাবৃত্তি করে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব
১০ ঘণ্টা আগেঅনেকেই প্রশ্ন করছেন, একজন উপদেষ্টা কী এমন পোস্ট দিয়েছেন যে সেটি আবার ডিলিট করে দিতে হলো। চলুন দেখি, মাহফুজ আলমের সেই পোস্টে কী ছিল। তথ্য উপদেষ্টা তাঁর ভেরিফায়েড আইডির পোস্টে লিখেছিলেন—
১২ ঘণ্টা আগে