Ajker Patrika

অন্তর্বর্তী সরকারের সময় লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছে: গোলাম মোহাম্মদ কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৫, ০০: ০০
জিএম কাদের। ফাইল ছবি
জিএম কাদের। ফাইল ছবি

বর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। বর্তমানে দেশে শ্রমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত। অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। আরও অসংখ্য শ্রমিক বেকার হওয়ার আশঙ্কায়, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। অনেক চাকরিচ্যুত শ্রমিক তাঁদের বকেয়া পাওনা থেকে বঞ্চিত।

মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে দৃপ্তশপথের দিন উল্লেখ করে মহান মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের শ্রমিকশ্রেণির পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মে দিবস শোষকের রক্তচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা। সাহসের সঙ্গে সত্যের পথে অবিচল থাকতে শেখায়।

চাকরিচ্যুত শ্রমিকদের বকেয়া পাওনাসহ তাদের পুনর্বাসনের বন্দোবস্ত ও বন্ধ মিল-কারখানা চালু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সহজলভ্য করা ও শ্রমিকদের কার্ড দিয়ে সে দ্রব্য পাওয়ার সুব্যবস্থা করার দাবি জানান জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত