নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বর্তমান বাস্তবতায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় জি এম কাদের বলেন, ‘নিরক্ষরতার জন্য নির্বাচনে যে দেশে নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়, সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। এমন বাস্তবতায় ইভিএম এ ভোট নেওয়া যুক্তিযুক্ত হবে না।’
জি এম কাদের বলেন, ‘ইভিএম এর নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে ফলাফল দেবে, তাই ঘোষণা হবে। বিষয়টি হচ্ছে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।’
‘দেশে গণতন্ত্র নেই এবং একদলীয় স্বৈরশাসন চালু হয়েছে’ অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এভাবে চলতে পারে না, বাঁচতে হলে লড়তে হবে।’
ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পরবর্তী মতো বিনিময় সভায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টি কারও সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’
সভাপতির বক্তৃতায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে সফল হবে না।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) বিরোধী দল দেখেন না। সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন দেশে বিরোধী দল আছে কি নেই।’
মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের সঞ্চালনায় সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বর্তমান বাস্তবতায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় জি এম কাদের বলেন, ‘নিরক্ষরতার জন্য নির্বাচনে যে দেশে নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়, সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। এমন বাস্তবতায় ইভিএম এ ভোট নেওয়া যুক্তিযুক্ত হবে না।’
জি এম কাদের বলেন, ‘ইভিএম এর নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে ফলাফল দেবে, তাই ঘোষণা হবে। বিষয়টি হচ্ছে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।’
‘দেশে গণতন্ত্র নেই এবং একদলীয় স্বৈরশাসন চালু হয়েছে’ অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এভাবে চলতে পারে না, বাঁচতে হলে লড়তে হবে।’
ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পরবর্তী মতো বিনিময় সভায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টি কারও সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’
সভাপতির বক্তৃতায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে সফল হবে না।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) বিরোধী দল দেখেন না। সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন দেশে বিরোধী দল আছে কি নেই।’
মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের সঞ্চালনায় সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৫ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৮ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৯ ঘণ্টা আগে