নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোন জোটে না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তবে এই সম্পর্ক অটুট থাকবে কি না সেটা আওয়ামী লীগের আগামী দিনের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ভালো কাজ করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারি। কিন্তু আওয়ামী লীগ যদি গণমানুষের আস্থা হারিয়ে ফেলে, তাহলে আগামীতে আমরা তাদের সঙ্গে নাও থাকতে পারি।’
দুই দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি কোন জোটে নেই। গত নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোন জোট ছিল না। ওই নির্বাচনে কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিল। তখন আসনভিত্তিক আমাদের নেতা কর্মীরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা জাতীয় পার্টির পক্ষে কাজ করেছে।’
সম্প্রতি দলের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এ সময় জি এম কাদের বলেন, ‘দেশ ও মানুষের সেবার দায়িত্ব নিতেই আমরা রাজনীতি করছি। শান্তিপূর্ণ আন্দোলনেও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ দলীয় শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, সে যত বড় নেতাই হোক, যত প্রভাবশালী হোক অথবা যত অর্থ বিত্তের মালিকই হোক, কাউকে ছেড়ে দেব না।’
ইভিএমের বিপক্ষে অবস্থান নিলেও জাপা এখনো নির্বাচনের ঘোষণা দেয়নি বলেও জানান জি এম কাদের। তিনি বলেন, ‘আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দিইনি। নির্বাচন বর্জনের ঘোষণা অত্যন্ত কঠিন। আমরা বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব। আমরা দেশ ও সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনায় রেখে, দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
কোন জোটে না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তবে এই সম্পর্ক অটুট থাকবে কি না সেটা আওয়ামী লীগের আগামী দিনের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ভালো কাজ করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারি। কিন্তু আওয়ামী লীগ যদি গণমানুষের আস্থা হারিয়ে ফেলে, তাহলে আগামীতে আমরা তাদের সঙ্গে নাও থাকতে পারি।’
দুই দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি কোন জোটে নেই। গত নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোন জোট ছিল না। ওই নির্বাচনে কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিল। তখন আসনভিত্তিক আমাদের নেতা কর্মীরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা জাতীয় পার্টির পক্ষে কাজ করেছে।’
সম্প্রতি দলের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এ সময় জি এম কাদের বলেন, ‘দেশ ও মানুষের সেবার দায়িত্ব নিতেই আমরা রাজনীতি করছি। শান্তিপূর্ণ আন্দোলনেও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ দলীয় শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, সে যত বড় নেতাই হোক, যত প্রভাবশালী হোক অথবা যত অর্থ বিত্তের মালিকই হোক, কাউকে ছেড়ে দেব না।’
ইভিএমের বিপক্ষে অবস্থান নিলেও জাপা এখনো নির্বাচনের ঘোষণা দেয়নি বলেও জানান জি এম কাদের। তিনি বলেন, ‘আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দিইনি। নির্বাচন বর্জনের ঘোষণা অত্যন্ত কঠিন। আমরা বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব। আমরা দেশ ও সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনায় রেখে, দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সার্বিক প্রস্তুতির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোও নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল এরই মধ্যে দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) চীনের উদ্দেশে তারা ঢাকা ছাড়বে। এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ বলেন, চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।
৯ ঘণ্টা আগেনারীর রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, তাঁর শরীর, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাট-শেমিংয়ের অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের...
৯ ঘণ্টা আগেজাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।’
১০ ঘণ্টা আগে