নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু। ৯ মার্চের সম্মেলনে তাঁকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
আজ সোমবার বিকেলে রওশন এরশাদ বরাবর চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান শফিকুল ইসলাম। তিনি জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ছিলেন। জাতীয় নির্বাচনের পর তাঁকে সব পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের।
দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব তাঁর দ্বারা পালন করা সম্ভব নয় উল্লেখ করে চিঠিতে শফিকুল ইসলাম সেন্টু জানান, পারিবারিক কাজ, স্বাস্থ্যগত সমস্যা এবং এলাকাবাসীর সঙ্গে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
এ বিষয়ে দলের কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুনীল শুভরায় আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, তিনি পদত্যাগপত্র দিয়েছেন। কেন দিয়েছেন তা আমি জানি না। আমিও দেখলাম একটু আগে। সেখানে তিনি পারিবারিক আর স্বাস্থ্যগত সমস্যার কথা বলেছেন। আমি বিস্তারিত জানি না, তিনি কেন পদত্যাগ করলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারব।’
তবে পদত্যাগের বিষয়ে জানতে শফিকুল ইসলাম সেন্টুর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
জাতীয় নির্বাচনের পর জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ওঠা অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে অন্য নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান নেন ঢাকা উত্তরের তৎকালীন আহ্বায়ক সেন্টু। গত ১৪ জানুয়ারি তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির পর দলের মহানগর উত্তরের ছয় শতাধিক নেতা-কর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।
পরে ৯ মার্চের কাউন্সিল আয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাঁকে ব্যাপক উৎসাহী দেখা গিয়েছিল। গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়। সেখানে শফিকুল ইসলাম সেন্টু ছাড়াও সৈয়দ আবু হোসেন বাবলাকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু। ৯ মার্চের সম্মেলনে তাঁকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
আজ সোমবার বিকেলে রওশন এরশাদ বরাবর চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান শফিকুল ইসলাম। তিনি জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ছিলেন। জাতীয় নির্বাচনের পর তাঁকে সব পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের।
দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব তাঁর দ্বারা পালন করা সম্ভব নয় উল্লেখ করে চিঠিতে শফিকুল ইসলাম সেন্টু জানান, পারিবারিক কাজ, স্বাস্থ্যগত সমস্যা এবং এলাকাবাসীর সঙ্গে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
এ বিষয়ে দলের কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুনীল শুভরায় আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, তিনি পদত্যাগপত্র দিয়েছেন। কেন দিয়েছেন তা আমি জানি না। আমিও দেখলাম একটু আগে। সেখানে তিনি পারিবারিক আর স্বাস্থ্যগত সমস্যার কথা বলেছেন। আমি বিস্তারিত জানি না, তিনি কেন পদত্যাগ করলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারব।’
তবে পদত্যাগের বিষয়ে জানতে শফিকুল ইসলাম সেন্টুর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
জাতীয় নির্বাচনের পর জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ওঠা অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে অন্য নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান নেন ঢাকা উত্তরের তৎকালীন আহ্বায়ক সেন্টু। গত ১৪ জানুয়ারি তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির পর দলের মহানগর উত্তরের ছয় শতাধিক নেতা-কর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।
পরে ৯ মার্চের কাউন্সিল আয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাঁকে ব্যাপক উৎসাহী দেখা গিয়েছিল। গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়। সেখানে শফিকুল ইসলাম সেন্টু ছাড়াও সৈয়দ আবু হোসেন বাবলাকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমের কাছে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে (নাম উল্লেখ না করে) উদ্ধৃত করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, উনি বলেছেন যে...
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে শিবিরের রাজনৈতিক কমিটি নেই উল্লেখ করে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, শিবির হলভিত্তিক নয় বরং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী।
৬ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ সদস্যদের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে। আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে এই কমিটি প্রকাশ করা হয়। আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটির কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা নিয়ে পুরোপুরি আস্থাশীল নন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, এক বছর হতে চলেছে, কিন্তু রাজনৈতিক দল বা অংশীজনদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো
৮ ঘণ্টা আগে