Ajker Patrika

মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৯: ৪১
মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। পল্টন থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশালের সমাবেশ শেষ করে আজ রোববার ভোরে তিনি  লঞ্চযোগে ঢাকার সদরঘাটে ফিরলে তাঁকে র‍্যাব-৩-এর একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে র‍্যাব-৩-এর টিকাটুলী কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুল ইসলাম জানান, র‍্যাব-৩ তাঁকে গ্রেপ্তার করে আজ সকালে পল্টন থানায় হস্তান্তর করে। সুলতানা আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আজ সকালে সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদ তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানান। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘গতকাল শনিবার বরিশাল শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকায় পৌঁছালে তাঁকেসহ অন্যদের আটক করে নিয়ে গেছে র‍্যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত