নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৬ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৭ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৭ ঘণ্টা আগে