সাখাওয়াত ফাহাদ, ফরিদপুর থেকে
ফরিদপুরে বিএনপির গণসমাবেশের বাকি আর এক দিন। তবে পরিবহন বন্ধ থাকার কারণে দলীয় নেতা-কর্মীরা গত বুধবার থেকেই সমাবেশস্থলে দলে দলে এসে জড়ো হচ্ছেন। মাঠের পাশেই চলছে রান্না ও খাওয়াদাওয়ার প্রস্তুতি। একটু পরপরই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপির নেতা কর্মীরা।
নেতৃবৃন্দ বলছেন, কোনো বাধাই তাঁদের দমাতে পারবে না। শনিবার (১২ নভেম্বর) লক্ষাধিক লোকের সমাগম হবে ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে।
শুক্রবার দুপুরে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সমাবেশে আগতরা খাবার খাচ্ছেন। খাবারের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ জানান, প্রতিটি জেলা-উপজেলার নেতা-কর্মীরা নিজেরা চাঁদা দিয়ে খাবারের ব্যবস্থা করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক খোকন তালুকদার বলেন, ‘মাঠে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া সকালের নাশতারও ব্যবস্থা করা হয়েছে। নেতা-কর্মীরা নিজেরাই চাঁদা দিয়ে খাবারের ব্যবস্থা করছেন।’
সমাবেশে যোগ দিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসেছেন। তাঁদের অনেকেই গল্প, আলোচনা করছেন। অনেকেই স্লোগান, মিছিলে ব্যস্ত। রাতে যাঁরা বিশ্রামের সুযোগ পাননি, তাঁরা বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন কৃষক আহমদ আলী শেখ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষিকাজ করি, কিন্তু ঠিকমতো খাইতে পাই না। ফসলের দাম ঠিকমতো পাই না। তাই অন্য সবার সঙ্গে এইখানে আইছি।’ পাংশার আরেক কৃষক নবাব হোসেন বলেন, ‘সারের দাম বাড়ছে, সেচের দাম বাড়ছে। বিএনপির আমলে তো এত দাম ছিল না। বেশি দামে ফসল ফলায়ে সেই টাকা ওঠে না। আমরা বাঁচব কীভাবে?’
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সাবেক সহছাত্রীবিষয়ক সম্পাদক শওকত আরা উর্মি আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের দেউলিয়াপনা, সরকারের নির্যাতনে মানুষ অতিষ্ঠ। মানুষ এই সরকারের পরিবর্তন চায় বলেই এত দুর্ভোগের শিকার হয়েও দূরদূরান্ত থেকে গণসমাবেশে যোগ দিতে আসছে। আমরা চাই, দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।’
শুক্রবার দুপুরে কোমরপুর স্কুল মসজিদ ও মাঠে নামাজের আয়োজন করা হয়। এতে সমাবেশে আগত শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নামাজ শেষে আবারও পুরো সমাবেশস্থল মিছিল, স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এ সময়, ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’, ‘খালেদা জিয়া, তারেক রহমান’সহ বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘এই সরকার মানুষের কাছে যা ওয়াদা করেছিল তার একটিও রাখতে পারেনি। ১০ টাকার চাল ৮০ টাকা। দুর্নীতির ফলে রিজার্ভ শূন্যের কোঠায় প্রায়। এই সরকার এখন জনবিচ্ছিন্ন। এরা নির্যাতন-নিপীড়ন করে টিকে থাকতে চায়। কিন্তু যারা আওয়ামী লীগ সমর্থন করে, তারাও এখন আর আওয়ামী লীগকে চায় না। তাই ধর্মঘট, হরতাল দিয়ে গণমানুষের এই স্রোত সরকার আটকাতে পারবে না।’
ফরিদপুরে বিএনপির গণসমাবেশের বাকি আর এক দিন। তবে পরিবহন বন্ধ থাকার কারণে দলীয় নেতা-কর্মীরা গত বুধবার থেকেই সমাবেশস্থলে দলে দলে এসে জড়ো হচ্ছেন। মাঠের পাশেই চলছে রান্না ও খাওয়াদাওয়ার প্রস্তুতি। একটু পরপরই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপির নেতা কর্মীরা।
নেতৃবৃন্দ বলছেন, কোনো বাধাই তাঁদের দমাতে পারবে না। শনিবার (১২ নভেম্বর) লক্ষাধিক লোকের সমাগম হবে ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে।
শুক্রবার দুপুরে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সমাবেশে আগতরা খাবার খাচ্ছেন। খাবারের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ জানান, প্রতিটি জেলা-উপজেলার নেতা-কর্মীরা নিজেরা চাঁদা দিয়ে খাবারের ব্যবস্থা করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক খোকন তালুকদার বলেন, ‘মাঠে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া সকালের নাশতারও ব্যবস্থা করা হয়েছে। নেতা-কর্মীরা নিজেরাই চাঁদা দিয়ে খাবারের ব্যবস্থা করছেন।’
সমাবেশে যোগ দিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসেছেন। তাঁদের অনেকেই গল্প, আলোচনা করছেন। অনেকেই স্লোগান, মিছিলে ব্যস্ত। রাতে যাঁরা বিশ্রামের সুযোগ পাননি, তাঁরা বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন কৃষক আহমদ আলী শেখ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষিকাজ করি, কিন্তু ঠিকমতো খাইতে পাই না। ফসলের দাম ঠিকমতো পাই না। তাই অন্য সবার সঙ্গে এইখানে আইছি।’ পাংশার আরেক কৃষক নবাব হোসেন বলেন, ‘সারের দাম বাড়ছে, সেচের দাম বাড়ছে। বিএনপির আমলে তো এত দাম ছিল না। বেশি দামে ফসল ফলায়ে সেই টাকা ওঠে না। আমরা বাঁচব কীভাবে?’
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সাবেক সহছাত্রীবিষয়ক সম্পাদক শওকত আরা উর্মি আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের দেউলিয়াপনা, সরকারের নির্যাতনে মানুষ অতিষ্ঠ। মানুষ এই সরকারের পরিবর্তন চায় বলেই এত দুর্ভোগের শিকার হয়েও দূরদূরান্ত থেকে গণসমাবেশে যোগ দিতে আসছে। আমরা চাই, দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।’
শুক্রবার দুপুরে কোমরপুর স্কুল মসজিদ ও মাঠে নামাজের আয়োজন করা হয়। এতে সমাবেশে আগত শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নামাজ শেষে আবারও পুরো সমাবেশস্থল মিছিল, স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এ সময়, ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’, ‘খালেদা জিয়া, তারেক রহমান’সহ বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘এই সরকার মানুষের কাছে যা ওয়াদা করেছিল তার একটিও রাখতে পারেনি। ১০ টাকার চাল ৮০ টাকা। দুর্নীতির ফলে রিজার্ভ শূন্যের কোঠায় প্রায়। এই সরকার এখন জনবিচ্ছিন্ন। এরা নির্যাতন-নিপীড়ন করে টিকে থাকতে চায়। কিন্তু যারা আওয়ামী লীগ সমর্থন করে, তারাও এখন আর আওয়ামী লীগকে চায় না। তাই ধর্মঘট, হরতাল দিয়ে গণমানুষের এই স্রোত সরকার আটকাতে পারবে না।’
নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাবনার সমালোচনা করতে গিয়ে ‘বিভিন্ন’ সমাবেশ থেকে নারীদের প্রতি প্রকাশ্যে যে শ্লেষাত্মক ও অমর্যাদাকর বক্তব্য প্রদান করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, ‘আপনারা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি। তাই গণহত্যার মতো অপরাধের বিচারের ক্ষেত্রে আমাদের আইনের বয়ান শোনাবেন না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের কেউ কেউ আজ ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে
৩২ মিনিট আগেলন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান।
৩৬ মিনিট আগেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমান নিজ বাসা থেকে তাঁকে নিয়ে বের হন।
১ ঘণ্টা আগে