Ajker Patrika

খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩৮
খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আজ শনিবার সকালে আইনমন্ত্রী আনিসুল হক তাঁর নির্বাচনী এলাকা আখাউড়া-কসবার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণকালে আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিদেশে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হলে বিএনপিকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইবে।’ 

আইনমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরও দণ্ডাদেশ স্থগিত রেখে হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন। সেটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায়।’ 

আইনমন্ত্রী বিএনপির আন্দোলন-রাজনীতি প্রসঙ্গে বলেন, ‘বিএনপি যদি আইন ভঙ্গ করে রাজপথ অবরোধ করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও এ সময় মন্তব্য করেন আনিসুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন আইনসচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত