Ajker Patrika

নিরপেক্ষ ভোট হলে গোপালগঞ্জেও জিতবে না আওয়ামী লীগ: আমির খসরু

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৫১
নিরপেক্ষ ভোট হলে গোপালগঞ্জেও জিতবে না আওয়ামী লীগ: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে মানিকগঞ্জের যে কয়েকটা আসন আছে সেটার কোনোটাতেই আওয়ামী লীগের জেতার সুযোগ নেই। বাংলাদেশের কোথায়ও জেতার সুযোগ নেই। এমনকি গোপালগঞ্জেও জেতার সুযোগ নেই।’

আজ শনিবার দুপুরে পৌরসভার মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমির খসরু বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। পরাজিত হয়েছে বলেই তাঁদের পুলিশের সাহায্যের প্রয়োজন হয়, পরাজিত হয়েছে বলেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাহায্য নিতে হয়, পরাজিত হয়েছে বলেই আওয়ামী লীগকে গুম, খুন, হত্যা, মিথ্যা, গায়েবি মামলার আশ্রয় নিতে হয়। লম্ফঝম্ফ করে কোনো লাভ হবে না। শেখ হাসিনার পতন হতে হবে এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিয়ে ফেলেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে পারছে না। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দখল, লুণ্ঠন, টেন্ডারবাজি ও দুর্নীতির রাজনীতি। ভোট চুরিতে আওয়ামী লীগের রাজনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আত্ম নির্ভরশীলতা যখন ভোট চুরির ওপর চলে যাবে তখন নেতা-কর্মীরা জনগণে সঙ্গে সম্পর্ক রাখে না।’

বিএনপি জনগণের আস্থা নিয়ে রাজনীতি করে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে। জনগণ আমাদের সঙ্গে আজ রাস্তায় নেমেছে। গ্রাম থেকে শুরু হয়ে বিভাগীয় জনসভা, বিভিন্ন কর্মসূচি ও পদযাত্রায় লাখ-লাখ জনতা অংশগ্রহণ করছে।’ 

বিএনপির নেতা-কর্মীরা ভয়কে জয় করে ফেলেছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘কারও মধ্যে কোনো ভয় এখন কাজ করছে না। মামলা মোকদ্দমা, গায়েবি মামলা এগুলো কোনো কাজে আসবে না। বিএনপির নেতা–কর্মীরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছে।’ 

এ সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, জামিলুর রশিদ খান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, রফিক উদ্দিন হাবু ভুইয়া ও গোলাম আবেদিন কায়সারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিএনপির পদযাত্রা মানিকগঞ্জ মডেল হাই স্কুল থেকে সেওতা সড়ক লোকাল সড়ক হয়ে বান্দুটিয়া মোড়ে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত