আজকের পত্রিকা ডেস্ক
মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
এ ছাড়া বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র।
জানা গেছে, সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমসহ গণঅধিকার পরিষদ, ভাসানীর পরিবার, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী অনুসারী পরিষদ, সালাম পিন্টু মুক্তি পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ (ন্যাপ) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতারা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানান।
এদিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গবীর বলেন, ‘যে মানুষটির (মওলানা ভাসানী) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। যে মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। অথচ তাঁর অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’
মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান। মজলুম জননেতা হিসেবে সমাদৃত ব্রিটিশ-ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় তাঁকে সমাহিত করা হয়।
কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোটাধিকারকে অসম্মান করায় শেখ হাসিনার ন্যক্কারজনক পতন হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
এ ছাড়া বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র।
জানা গেছে, সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমসহ গণঅধিকার পরিষদ, ভাসানীর পরিবার, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী অনুসারী পরিষদ, সালাম পিন্টু মুক্তি পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ (ন্যাপ) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতারা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানান।
এদিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গবীর বলেন, ‘যে মানুষটির (মওলানা ভাসানী) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। যে মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। অথচ তাঁর অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’
মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান। মজলুম জননেতা হিসেবে সমাদৃত ব্রিটিশ-ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় তাঁকে সমাহিত করা হয়।
কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোটাধিকারকে অসম্মান করায় শেখ হাসিনার ন্যক্কারজনক পতন হয়েছে।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৬ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৭ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৭ ঘণ্টা আগে