Ajker Patrika

যার লগে করলাম চুরি সেই বলে চোর: আ.লীগের উদ্দেশে চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যার লগে করলাম চুরি সেই বলে চোর: আ.লীগের উদ্দেশে চুন্নু

আওয়ামী লীগের এক এমপি জাতীয় সংসদে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলায় ক্ষেপেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। আসছে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে আবার আওয়ামী লীগের লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন মুজিবুল হক।

জাপা মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের এক এমপি বিএনপির কথা বলতে গিয়ে এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেছেন। যার লগে করলাম চুরি সেই যদি বলে চোর, তাহলে কোথায় যাই! আওয়ামী লীগের সঙ্গে এত খাতির করলাম। নির্বাচন করলাম, ক্ষমতায় আনলাম, আসলাম। আর সেই আওয়ামী লীগের ভাইয়েরা যদি জিয়াউর রহমানকে গালি দিতে গিয়ে এরশাদ সাহেবরে গালি দেন তাহলে আর যাই কোথায়? তাহলে তো নতুন করে ভাবতে হবে। কী করব, কোথায় যাব।’ 

আওয়ামী লীগের উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘কী, ভালো লাগে না? লাগবে। সময় আসতাছে, চিন্তা কইরেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত