অনলাইন ডেস্ক
গণতান্ত্রিক আন্দোলনে একবিন্দু অবদান নেই এমন অনেকে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এবং সচিব হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ধরনের লোকেরা গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ক্যাম্পের আয়োজন করে।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে যাদের এক বিন্দু অবদান নাই, তারা অনেকেই উপদেষ্টা, সচিব হয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। রক্তঋণে আবদ্ধ এই অন্তর্বর্তীকালীন সরকার। আজকে যারা সচিব হয়েছেন তাঁদের কিন্তু কোনো অবদান নেই। তাঁরা স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তাঁদের কিন্তু কোনো অবদান নেই। অবদান তাঁদের রয়েছে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন জুলাই–আগস্টে।’
দলীয় নেতা–কর্মীর ত্যাগ প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, ‘এর আগে বিএনপি যে আন্দোলনের পটভূমি রচনা করেছিল এই পটভূমি রচনা করতে গিয়ে বিএনপির অনেক নেতা–কর্মীর জীবন চলে গেছে। অনেকে হারিয়ে গেছে। ইলিয়াস আলী, হুমায়ুন পারভেজ, সাইফুল ইসলাম হিরু, জাকির, জনিরা, যারা রক্তাক্ত হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে।’
স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে রিজভী বলেন, ‘আমি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি, যখন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সেক্রেটারি ড্যাবের বরেণ্য চিকিৎসকবৃন্দের সঙ্গে ভালো ব্যবহারও করেন না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
তিনি বলেন, ‘এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাসপাতালে অনেক ছেলে কাতরাচ্ছে। আপনারা কয়জন দেখতে গিয়েছেন? আপনারা আবার অহংকার করেন! আমরা আপনাদেরকেও চিনে রাখছি। আপনারা কারা? আপনারা শেখ হাসিনার দোসর। আপনারা আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন, আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে একবিন্দু অবদান নেই এমন অনেকে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এবং সচিব হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ধরনের লোকেরা গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ক্যাম্পের আয়োজন করে।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে যাদের এক বিন্দু অবদান নাই, তারা অনেকেই উপদেষ্টা, সচিব হয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। রক্তঋণে আবদ্ধ এই অন্তর্বর্তীকালীন সরকার। আজকে যারা সচিব হয়েছেন তাঁদের কিন্তু কোনো অবদান নেই। তাঁরা স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তাঁদের কিন্তু কোনো অবদান নেই। অবদান তাঁদের রয়েছে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন জুলাই–আগস্টে।’
দলীয় নেতা–কর্মীর ত্যাগ প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, ‘এর আগে বিএনপি যে আন্দোলনের পটভূমি রচনা করেছিল এই পটভূমি রচনা করতে গিয়ে বিএনপির অনেক নেতা–কর্মীর জীবন চলে গেছে। অনেকে হারিয়ে গেছে। ইলিয়াস আলী, হুমায়ুন পারভেজ, সাইফুল ইসলাম হিরু, জাকির, জনিরা, যারা রক্তাক্ত হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে।’
স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে রিজভী বলেন, ‘আমি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি, যখন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সেক্রেটারি ড্যাবের বরেণ্য চিকিৎসকবৃন্দের সঙ্গে ভালো ব্যবহারও করেন না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
তিনি বলেন, ‘এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাসপাতালে অনেক ছেলে কাতরাচ্ছে। আপনারা কয়জন দেখতে গিয়েছেন? আপনারা আবার অহংকার করেন! আমরা আপনাদেরকেও চিনে রাখছি। আপনারা কারা? আপনারা শেখ হাসিনার দোসর। আপনারা আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন, আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচিত লন্ডন বৈঠকের পরপরই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে শুরু করেছিল বিএনপি। এর মধ্যে ভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরপরই সে প্রস্তুতির গতি আরও বেড়েছে। এর অংশ হিসেবে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময় করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩১ মিনিট আগেআওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ আবার হয়েছেন দল থেকে বহিষ্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতা-কর্মীরা ভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রবল সমালোচনা করলেও চাঁদাবাজির অভিযোগে যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের অধিকাংশই বিএনপির রা
১ ঘণ্টা আগেচব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং চব্বিশে পৌঁছেছি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৮টি হলে গত বছর ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে আজ শুক্রবার (৮ আগস্ট) ওই ১৮ হলে নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। নতুন করে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৬ ঘণ্টা আগে