নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছে বিএনপি। এ অবস্থায় নির্দলীয় সরকারকেই একমাত্র সমাধান হিসেবে ইইউয়ের কাছে উপস্থাপন করেছে দলটি।
আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনের বিষয়েই আলোচনাটা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের (বিএনপি) কী চিন্তা, আমরা কী ভাবছি, কী করছি—এসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।’
তিনি জানান, ইইউ অনেকবারই বলেছে যে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না, সেটা দেখতেই তাদের টিম আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। এই দলের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর কথা হবে, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা হবে। এই বিষয়েই আমাদের সঙ্গে আগাম আলোচনা করেছেন ইইউ রাষ্ট্রদূত।
আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কথা বলতে পারব না। কারণ, সে ধরনের কোনো আলোচনা হয়নি। আলোচনাটা হয়েছে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেই বিষয়ে।’
নির্বাচনকালীন প্রেসক্রিপশনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রেসক্রিপশনের তো কোনো প্রশ্নই ওঠে না। কিসের প্রেসক্রিপশন? এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থাটা তৈরি করেছে, গত দুইটি নির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে যে এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব না।’
বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চার্লস হোয়াইটলির সঙ্গে ইইউর ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান অংশ নেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছে বিএনপি। এ অবস্থায় নির্দলীয় সরকারকেই একমাত্র সমাধান হিসেবে ইইউয়ের কাছে উপস্থাপন করেছে দলটি।
আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনের বিষয়েই আলোচনাটা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের (বিএনপি) কী চিন্তা, আমরা কী ভাবছি, কী করছি—এসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।’
তিনি জানান, ইইউ অনেকবারই বলেছে যে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না, সেটা দেখতেই তাদের টিম আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। এই দলের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর কথা হবে, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা হবে। এই বিষয়েই আমাদের সঙ্গে আগাম আলোচনা করেছেন ইইউ রাষ্ট্রদূত।
আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কথা বলতে পারব না। কারণ, সে ধরনের কোনো আলোচনা হয়নি। আলোচনাটা হয়েছে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেই বিষয়ে।’
নির্বাচনকালীন প্রেসক্রিপশনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রেসক্রিপশনের তো কোনো প্রশ্নই ওঠে না। কিসের প্রেসক্রিপশন? এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থাটা তৈরি করেছে, গত দুইটি নির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে যে এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব না।’
বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চার্লস হোয়াইটলির সঙ্গে ইইউর ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান অংশ নেন।
জুলাই জাতীয় সনদের খসড়ার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবিধানের চেয়েও জুলাই সনদকে প্রাধান্য দেওয়া এবং আদালতে সনদ নিয়ে প্রশ্ন না তোলার বিষয়ে একমত দলটি। সে সঙ্গে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো সুনির্দিষ্ট করতে কমিশনকে পরামর্শ দিয়েছে জামায়াত।
১ ঘণ্টা আগেতিনি বলেন, ‘বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদী সরকার দেশকে একটি তাঁবেদারি রাষ্ট্রে, একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল। বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও যাঁরা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যাঁরা এ চিন্তা থেকে বিএনপির বিজয়...
৩ ঘণ্টা আগেজামায়াতের এ নেতা বলেন, ‘জুলাই বিপ্লবের পরে মানুষের মধ্যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ আসলে আগামী দিনের জন্য একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি, বাংলাদেশের মানুষ এখন পিআরের পক্ষে মত দিচ্ছে। আমরা চাই, সবাই যেন বেস্ট পলিসিটা গ্রহণ করে নেয়। এতে দেশের মঙ্গল।’
৪ ঘণ্টা আগেনাশকতার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় করা এক মামলা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৬৫ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
৬ ঘণ্টা আগে