নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যর্থতার দায় নিয়ে টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (৪ জুলাই) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় তারা।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী) অ্যাডভোকেট ইশরাত হাসান এই যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা ১০ দিন বন্ধ করে রাখা হয় এবং তিন দিন মোবাইল ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসে কমিয়ে আনা হয়। সেই সঙ্গে একটানা ১৪ দিন বন্ধ করে রাখা হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করে হাস্যরসের জন্ম দিয়েছেন। এতে করে আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের হিোব একত্র করলে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে লাখ হাজার কোটি টাকা। গত ২ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় অস্বীকার করে নেন তিনি। একই সঙ্গে গুজব প্রতিরোধ অপপ্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন চান। অথচ শপথ নেবার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে ও জাতির কাছে অঙ্গীকার করেছিলেন দায়িত্বের অবহেলা করবেন না তিনি। দায় স্বীকারের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতিমন্ত্রীর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে আমরা মনে করি।’
বিবৃতিতে, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আহ্বান করা হয়।
ব্যর্থতার দায় নিয়ে টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (৪ জুলাই) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় তারা।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী) অ্যাডভোকেট ইশরাত হাসান এই যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা ১০ দিন বন্ধ করে রাখা হয় এবং তিন দিন মোবাইল ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসে কমিয়ে আনা হয়। সেই সঙ্গে একটানা ১৪ দিন বন্ধ করে রাখা হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করে হাস্যরসের জন্ম দিয়েছেন। এতে করে আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের হিোব একত্র করলে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে লাখ হাজার কোটি টাকা। গত ২ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় অস্বীকার করে নেন তিনি। একই সঙ্গে গুজব প্রতিরোধ অপপ্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন চান। অথচ শপথ নেবার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে ও জাতির কাছে অঙ্গীকার করেছিলেন দায়িত্বের অবহেলা করবেন না তিনি। দায় স্বীকারের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতিমন্ত্রীর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে আমরা মনে করি।’
বিবৃতিতে, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আহ্বান করা হয়।
সংস্কার কতটুকু হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সংস্কারকে অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে। সে জায়গায় আমরা মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত কমিশনে জমা দিয়েছি। বাংলাদেশ রাষ্ট্রটিকে ফ্যাসিবাদী...
৫ ঘণ্টা আগেহাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।
৬ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগেচিত্রা পরিবহন লিমিটেড নামক একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও রুট পারমিট আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে