Ajker Patrika

বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও দোয়া করবে নাগরিক কমিটি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০০: ৪১
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও দোয়া করবে নাগরিক কমিটি

বিজয় দিবসের গৌরবময় ইতিহাস উদ্‌যাপন ও জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি ২০২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদেরও স্মরণ করা হবে।

বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে মোমবাতি প্রজ্বালন এবং দোয়া করা হবে। জাতীয় নাগরিক কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়, জাতির ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জনগণের মধ্যে স্বাধীনতা, ন্যায়বিচার, এবং মানবাধিকারের চেতনাকে আরও শক্তিশালী করা।

কর্মসূচিতে থাকবে নীরবতা পালন ও যার যার ধর্মমতে দোয়া এবং বিজয় দিবসের প্রথম প্রহরে ’৭১ ও ’২৪ সালের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাজনূভা জাবীন বলেন, ‘এই কর্মসূচি শুধু বিজয়ের আনন্দ উদ্‌যাপন নয়, এটি জাতীয় ঐক্যের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শহীদদের স্মরণ করতে এবং ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দিতে সবাইকে এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানাই।’

সবাইকে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির অতীত সংগ্রাম এবং ভবিষ্যতের ন্যায়বিচারের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নাগরিক কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত