Ajker Patrika

রাজপথ কাদের নিয়ন্ত্রণে, বিএনপিকে ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে: পরশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২২: ১৫
রাজপথ কাদের নিয়ন্ত্রণে, বিএনপিকে ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে: পরশ

রাজপথ কাদের নিয়ন্ত্রণে, সেটি বিএনপিকে আগামী ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সকল শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। আগামী ১১ নভেম্বর সংগঠনটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। 

যুবলীগের নেতা–কর্মীদের উদ্দেশ্য করে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আপনারা জানেন বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যুবলীগ একলাই দিতে পারে। সেটি আগামী ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করব ইনশা আল্লাহ।’ 

শেখ পরশ বলেন, ‘আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সর্ব সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন। অর্থাৎ যুবলীগকে সফল করার দায়িত্ব এখন আপনাদের কাঁধে। আমি জানি আপনারা পারবেন। যুবলীগ অসাধ্যসাধন করা এক সংগঠন।’ 

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানানো হয় বর্ধিত সভায়। 

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘শেখ হাসিনার আদর্শ যুবলীগের নেতা-কর্মীরা ধারণ করেন। প্রতিটি জেলা-মহানগর-উপজেলা-পৌরসভায় শক্তিশালী নেতৃত্ব রয়েছে। আপনাদের নিয়েই আগামী ১১ নভেম্বরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশ সফল হবে এবং এই মহাসমাবেশের মাধ্যমে এই বাংলার মাটিতে সন্ত্রাস-জামায়াত-বিএনপির কবর রচনা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত