নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের বিরোধীরা নির্বাচন সামনে এলে এক হয়ে যায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প সারা দেশে ছড়িয়ে আছে, এটা অস্বীকার করা যাবে না। স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ছদ্মবেশে টিকে আছে। এদের অনেকে এখন নব্য আওয়ামী লীগার হয়েছে। এমনকি তারা প্রকৃত আওয়ামী লীগারদের চেয়েও জোরে জয় বাংলা স্লোগান দেয়। কিন্তু তারা তাদের সাম্প্রদায়িক আদর্শ ত্যাগ করেনি। সুযোগ পেলে আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে।’
মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিজয়ের মহানায়ক। বিজয় অসম্পূর্ণ থেকে যেত শেখ মুজিবহীন বাংলাদেশে। বঙ্গবন্ধু স্বদেশে ফিরে না এলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায় সম্ভব হতো না।’
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘যখন পাকিস্তানি বাহিনী সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করছে, তখনো কেউ জানত না বঙ্গবন্ধুর আসলে কী হয়েছে। তাঁর বেঁচে থাকার জন্য ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে কৃতিত্ব দিতে হয়। তাদের কূটনৈতিক তৎপরতার কারণেই পাকিস্তান তাঁকে মৃত্যুদণ্ড দিতে পারেনি।’
আলোচনা সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ড. বিমান বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ অন্যরা।
আওয়ামী লীগের বিরোধীরা নির্বাচন সামনে এলে এক হয়ে যায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প সারা দেশে ছড়িয়ে আছে, এটা অস্বীকার করা যাবে না। স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ছদ্মবেশে টিকে আছে। এদের অনেকে এখন নব্য আওয়ামী লীগার হয়েছে। এমনকি তারা প্রকৃত আওয়ামী লীগারদের চেয়েও জোরে জয় বাংলা স্লোগান দেয়। কিন্তু তারা তাদের সাম্প্রদায়িক আদর্শ ত্যাগ করেনি। সুযোগ পেলে আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে।’
মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিজয়ের মহানায়ক। বিজয় অসম্পূর্ণ থেকে যেত শেখ মুজিবহীন বাংলাদেশে। বঙ্গবন্ধু স্বদেশে ফিরে না এলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায় সম্ভব হতো না।’
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘যখন পাকিস্তানি বাহিনী সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করছে, তখনো কেউ জানত না বঙ্গবন্ধুর আসলে কী হয়েছে। তাঁর বেঁচে থাকার জন্য ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে কৃতিত্ব দিতে হয়। তাদের কূটনৈতিক তৎপরতার কারণেই পাকিস্তান তাঁকে মৃত্যুদণ্ড দিতে পারেনি।’
আলোচনা সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ড. বিমান বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ অন্যরা।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
২ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৪ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৭ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৮ ঘণ্টা আগে