Ajker Patrika

দুই সংসদ সদস্যকে প্রেসিডিয়াম সদস্য করল জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৭
দুই সংসদ সদস্যকে প্রেসিডিয়াম সদস্য করল জাপা

জাতীয় পার্টি থেকে কুড়িগ্রাম-১ ও বগুড়া-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম জিন্নাহকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়েছে। দলের চেয়ারম্যান গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন দিয়েছেন। 

আজ মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি ও শরিফুল ইসলাম জিন্নাহ এমপিকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। 

উল্লেখ্য, জাতীয় পার্টিতে চলমান অস্থিরতার জেরে বিগত মাসে দলের দুই প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও সুনীল শুভ রায়কে অব্যাহতি দেন গোলাম মোহাম্মদ কাদের। একই সঙ্গে দুই কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদকেও অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত