নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ছাড়া অন্য কেউ যদি দেশ পরিচালনায় থাকতো তাহলে এই দেশটা শ্মশানে পরিণত হতো। এই দেশে গৃহযুদ্ধ শুরু হতো। মানুষ মানুষকে হত্যা করতো, যেটা আজ আমেরিকায় শুরু হয়ে গেছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি তিনি আমাদের প্রতি সহায় আছেন।’
আজ শনিবার দিনাজপুরের বিরলের ১০ নং রানীপুকুর ইউনিয়নের জগতপুরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন উত্তর গোবিন্দপুর, বিরল-২ এর ৩৩ / ১১ কেভি ২০ / ২৮ এমভিএ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এ দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু হয়েছে।’
আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যর জয় হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই দেশের যা কিছু অর্জন তার সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আমরা গর্ববোধ করি বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ পরিচালনা হচ্ছে।’
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ছাড়া অন্য কেউ যদি দেশ পরিচালনায় থাকতো তাহলে এই দেশটা শ্মশানে পরিণত হতো। এই দেশে গৃহযুদ্ধ শুরু হতো। মানুষ মানুষকে হত্যা করতো, যেটা আজ আমেরিকায় শুরু হয়ে গেছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি তিনি আমাদের প্রতি সহায় আছেন।’
আজ শনিবার দিনাজপুরের বিরলের ১০ নং রানীপুকুর ইউনিয়নের জগতপুরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন উত্তর গোবিন্দপুর, বিরল-২ এর ৩৩ / ১১ কেভি ২০ / ২৮ এমভিএ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এ দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু হয়েছে।’
আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যর জয় হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই দেশের যা কিছু অর্জন তার সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আমরা গর্ববোধ করি বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ পরিচালনা হচ্ছে।’
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
১৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
১৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
১৬ ঘণ্টা আগে