নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এই সভা আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ।
সভায় তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে। পছন্দমতো নির্দিষ্ট বলয়ের একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।’
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এখানে যারা আছে সবাই বিগত সরকারের সময় বিরোধী রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মী। আমরা যে গণতন্ত্র মানবাধিকারের জন্য রাজপথে লড়াই করেছিলাম, কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন, এ রকম হাতে গোনা পাঁচ-ছয়জন পাবেন। অথচ উপদেষ্টা পরিষদে তিন–চারজন নারী আছেন, গত ১৫-১৬ বছরে তাদের ভূমিকা কী। এত উপদেষ্টা, এ সংস্কার কমিটি কোথাও তাদের জায়গা হয়নি। আমরা বলেছি এখানে গণ-অভুত্থানের অংশীজনদের অংশীদারত্ব না থাকে, তাহলে এটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে। তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না। এখন নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে নুরুল হক নুর বলেন, ‘এখন বিশ্ব বরেণ্য ড. ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন। আবার আমরা জানি না তিনিই পদত্যাগের কথা বলেছেন কিনা। এটা আমরা শুনেছি ছাত্রদের একাংশের দল এনসিপির নেতৃত্ববৃন্দের কাছ থেকে। অনেকে বলছেন ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত। তাদের নিয়ে প্রধান উপদেষ্টার আশা, আকাঙ্ক্ষা ছিল। এখন সেই ছাত্রদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় চাপ প্রয়োগ করা। নয় মাস পর এখনো মব (বিশৃঙ্খলা) তৈরি করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে নানা ধরনের বিদ্বেষ ছড়ানো। জুলাই গণ-অভুত্থানকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেখানে একটা বিভাজনের রেখা স্পষ্টতই দেখা যাচ্ছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘জুলাই গণ-অভুত্থানের মাধ্যমে সরকারে একটা পরিবর্তন এসেছে। সে সময় দেশের ১৮ কোটি মানুষ মুক্তির গান গাইছিল। সেই বাংলাদেশ আজকে মাত্র ৯ মাসের ব্যবধানে কোথায় এসে উপনীত হলো। অথচ ৫ আগস্ট মানুষ ভেবেছে বিগত স্বৈরশাসন থেকে মুক্তি পেয়ে মানুষ উন্মুক্ত পরিবেশে এসেছে।’
তিনি আরও বলেন, ‘এখনকার পরিবেশ থেকে উত্তরণের একটিই মাত্র সমাধান। সেটা হচ্ছে গণতন্ত্র। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এ ছাড়া বিকল্প কোনো সমাধান বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে নেই।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মাসুম।
উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এই সভা আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ।
সভায় তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে। পছন্দমতো নির্দিষ্ট বলয়ের একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।’
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এখানে যারা আছে সবাই বিগত সরকারের সময় বিরোধী রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মী। আমরা যে গণতন্ত্র মানবাধিকারের জন্য রাজপথে লড়াই করেছিলাম, কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন, এ রকম হাতে গোনা পাঁচ-ছয়জন পাবেন। অথচ উপদেষ্টা পরিষদে তিন–চারজন নারী আছেন, গত ১৫-১৬ বছরে তাদের ভূমিকা কী। এত উপদেষ্টা, এ সংস্কার কমিটি কোথাও তাদের জায়গা হয়নি। আমরা বলেছি এখানে গণ-অভুত্থানের অংশীজনদের অংশীদারত্ব না থাকে, তাহলে এটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে। তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না। এখন নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে নুরুল হক নুর বলেন, ‘এখন বিশ্ব বরেণ্য ড. ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন। আবার আমরা জানি না তিনিই পদত্যাগের কথা বলেছেন কিনা। এটা আমরা শুনেছি ছাত্রদের একাংশের দল এনসিপির নেতৃত্ববৃন্দের কাছ থেকে। অনেকে বলছেন ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত। তাদের নিয়ে প্রধান উপদেষ্টার আশা, আকাঙ্ক্ষা ছিল। এখন সেই ছাত্রদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় চাপ প্রয়োগ করা। নয় মাস পর এখনো মব (বিশৃঙ্খলা) তৈরি করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে নানা ধরনের বিদ্বেষ ছড়ানো। জুলাই গণ-অভুত্থানকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেখানে একটা বিভাজনের রেখা স্পষ্টতই দেখা যাচ্ছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘জুলাই গণ-অভুত্থানের মাধ্যমে সরকারে একটা পরিবর্তন এসেছে। সে সময় দেশের ১৮ কোটি মানুষ মুক্তির গান গাইছিল। সেই বাংলাদেশ আজকে মাত্র ৯ মাসের ব্যবধানে কোথায় এসে উপনীত হলো। অথচ ৫ আগস্ট মানুষ ভেবেছে বিগত স্বৈরশাসন থেকে মুক্তি পেয়ে মানুষ উন্মুক্ত পরিবেশে এসেছে।’
তিনি আরও বলেন, ‘এখনকার পরিবেশ থেকে উত্তরণের একটিই মাত্র সমাধান। সেটা হচ্ছে গণতন্ত্র। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এ ছাড়া বিকল্প কোনো সমাধান বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে নেই।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মাসুম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচি ‘বন্ধ’ ঘোষণার পরেও চলমান থাকা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিবির। ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত দুটি প্রতিবাদপত্র ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
১১ ঘণ্টা আগেআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
১২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘বিএনপি এরই মধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী—সবার সঙ্গে কথা বলেছে। হেফাজতে ইসলামের নায়েবে আমিরের সঙ্গে দেখা করেছি। হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি। ছারছিনার পীরের সঙ্গে দেখা করেছি। আলিয়া লাইনের সব মুরব্বি-নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের সব জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে,
১৩ ঘণ্টা আগেজাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারেক রহমান ফিরে এসে আগামী নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হবেন বলেও ইঙ্গিত দেন এই উপদেষ্টা।
১৪ ঘণ্টা আগে