ঢাবি প্রতিনিধি
১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর এবার ৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ কমিটির খসড়া ১৫ কর্মদিবসের মধ্যে জমা দিতে উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ ১৬টি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করে ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড। ছাত্রলীগ থাকতে আমরা তা কখনো বাস্তবায়ন হতে দেব না। জঙ্গিবাদ মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ও শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য ছাত্র রাজনীতি থাকা দরকার বলে মনে করেন জয়।’
ছাত্রলীগের কমিটি ঘোষণার পরে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর চেয়ারম্যান শেখ কবির হোসেন।
শেখ কবির হোসেন চিঠিতে উল্লেখ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মূলত সেশনজটমুক্ত অলাভজনক ও অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার সময় থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের পলিসি (নীতি), শৃঙ্খলা ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে নির্ধারিত। অর্থাৎ, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করা যাবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়মে নির্ধারিত হবে ৷
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আজকের পত্রিকাকে বলেন, ২০১২ সালে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট গঠন করে। তখন থেকে ছাত্রদল নিয়মিত কমিটি দিয়ে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড যখন ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে তখনই আমরা প্রতিবাদ জানিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা চাই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্রদলের ছায়ায় আসুক এবং সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকুক যাতে পরিচালনা পরিষদ তাদের স্বৈরাচারী মনোভাব থেকে দূরে থাকতে পারে। ছাত্র সংসদ ও ছাত্র রাজনীতিই ছাত্রদের হয়ে কাজ করে বলে উল্লেখ করেন শ্রাবণ।
১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর এবার ৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ কমিটির খসড়া ১৫ কর্মদিবসের মধ্যে জমা দিতে উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ ১৬টি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করে ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড। ছাত্রলীগ থাকতে আমরা তা কখনো বাস্তবায়ন হতে দেব না। জঙ্গিবাদ মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ও শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য ছাত্র রাজনীতি থাকা দরকার বলে মনে করেন জয়।’
ছাত্রলীগের কমিটি ঘোষণার পরে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর চেয়ারম্যান শেখ কবির হোসেন।
শেখ কবির হোসেন চিঠিতে উল্লেখ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মূলত সেশনজটমুক্ত অলাভজনক ও অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার সময় থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের পলিসি (নীতি), শৃঙ্খলা ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে নির্ধারিত। অর্থাৎ, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করা যাবে কি না, তা বিশ্ববিদ্যালয়ের নিয়মে নির্ধারিত হবে ৷
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আজকের পত্রিকাকে বলেন, ২০১২ সালে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট গঠন করে। তখন থেকে ছাত্রদল নিয়মিত কমিটি দিয়ে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড যখন ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে তখনই আমরা প্রতিবাদ জানিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা চাই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্রদলের ছায়ায় আসুক এবং সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকুক যাতে পরিচালনা পরিষদ তাদের স্বৈরাচারী মনোভাব থেকে দূরে থাকতে পারে। ছাত্র সংসদ ও ছাত্র রাজনীতিই ছাত্রদের হয়ে কাজ করে বলে উল্লেখ করেন শ্রাবণ।
সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুংকার দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ হুংকার দেন।
১৬ ঘণ্টা আগেআওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ জোটভুক্ত ১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। আজ সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল সিইসির কাছে লিখিত আবেদন তুলে দেন।
২০ ঘণ্টা আগেকয়েক দিন ধরে শাহবাগে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা। এনসিপিকে ‘সরকারি দল’ বলেও অভিহিত করেন তিনি।
১ দিন আগেজুলাই অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ‘আপত্তিকর স্লোগান’ ওঠার বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পক্ষ সচেতনভাবে এটি করেছে। এর দায় এনসিপি নেবে না। এ ধরনের কর্মকাণ্ড জা
১ দিন আগে