Ajker Patrika

বাসাতেই টিকা নিতে চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসাতেই টিকা নিতে চান খালেদা জিয়া

বাসায় থেকে কোভিড টিকা নিতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাসায় সম্ভব না হলে মহাখালির একটি হাসপাতালে টিকা নেওয়ার কথা রয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই তিনি টিকা নিতে পারেন বলে জানা গেছে। 

গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খালেদা জিয়ার জন্য কোভিড টিকার জন্য নিবন্ধন করা হয়। তবে এখনো এসএমএস আসেনি বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

খালেদার আরেক ব্যক্তিগত চিকিৎসক বলেন, 'শুনেছি এখনো এসএমএস আসেনি। তবে দুই এক দিনের মধ্যেই ম্যাডামকে টিকা দেওয়া হতে পারে। তিনি বাসায় থেকে টিকা নিতে চান। সেটা না হলে মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন।' 

করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। 

গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসাধিন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতাল থেকে খালেদা জিয়া যে অবস্থা নিয়ে বাসায় এসেছিলেন, এখনো তেমনই আছেন। তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় মার্কিন শান্তি প্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত, কী আছে ট্রাম্পের ২০ দফায়

গান গাওয়া ও শোনা নিষিদ্ধের দাবিও উঠবে

এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর: ড. ইউনূস

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

পুলিশের জালে জালিয়াতির মামলায় ফাঁসলেন ‘সম্পদের দেবী’, উদ্ধার ৬১ হাজার বিটকয়েন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত