নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এই নির্বাচন বর্জনের ডাক দিয়ে শুরু থেকেই আন্দোলনের মাঠে সক্রিয় ছিল গণতন্ত্র মঞ্চ। নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হোন এবং তামাশার নির্বাচন, জনগণের প্রত্যাখ্যান ও চলমান আন্দোলন’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা তো আন্দোলনেই আছি। ২৮ অক্টোবরের পর থেকেই আমরা সব আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। আমরা লাগাতারভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা এখনো পর্যন্ত যুগপৎ আন্দোলনে আছি। আমরা যুগপৎ আন্দোলন কনটিনিউ করতে চাই। বাংলাদেশে যে তথাকথিত নির্বাচন হয়েছে সেটির ব্যাপারে আমেরিকাসহ বেশির ভাগ দেশই বলেছে ৭ তারিখের এটা কোনো নির্বাচন হয়নি। এটা একটা জাল নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন হয়েছে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমাদের এখানকার বিচিত্র রাজনীতির কারণে, বিচিত্র রাজনৈতিক সম্পর্কের কারণে এ রকম হয়েছে যে—আমরা একটা পয়েন্টে কমন আছি কিন্তু তারপরও আমরা একসঙ্গে একটা মঞ্চে আসতে পারছি না। কারণ এটাতে আবার অন্য বিষয়গুলো যুক্ত করে জটিলতা তৈরি করতে পারে। এ জন্য আমরা যুগপতের কথা বলেছি এবং এটি পরীক্ষিত একটা বিষয়, যেটাতে সবাইকে নামানো গেছে।’
সংবাদ সম্মেলন সঞ্চালনা ও লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বিরোধী দল নির্বাচনের ট্রেন মিস করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে সাকি বলেন, ‘এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন। এই ট্রেন মিস করে বাংলাদেশের মানুষ গৌরববোধ করছেন। মানুষ মনে করে এই ট্রেনকে মিস করে মানুষ দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। ৭ তারিখে যে নির্বাচন হয়েছে সেটি কোনো নির্বাচন নয়। এটা নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার আরেকটি তৎপরতা। একটা ভয়ংকর প্রহসন এবং তামাশা মানুষের সঙ্গে করা হয়েছে।’
বক্তব্যে নির্বাচন কমিশনকে ধিক্কার জানান জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নিজ দলের গঠনতন্ত্র ভঙ্গ করে যেভাবে প্রার্থী দিয়েছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে কোনো প্রশ্ন পর্যন্ত করেনি। এ জন্য আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই।’
এবারের নির্বাচনে ৬ থেকে ৭ ভাগের বেশি ভোট পড়েনি। সেটাকে ৪০ ভাগ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন সত্য আড়াল করেছে—লিখিত বক্তব্যে এমনটা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, সারা দিন ভোটের হার বিবেচনায় এক ঘণ্টায় ১৩-১৪% ভোট বেড়ে যাওয়া রীতিমতো ম্যাজিক। মজার ব্যাপার এই ৪০ পারসেন্ট ভোট ঘোষণার পরেও নির্বাচন কমিশনের ভোট মনিটর আরও অন্তত চার সাড়ে চার ঘণ্টায় ২৮ ভাগ ভোট দেখিয়ে গেছে। অর্থাৎ তারা এমনকি সিল মেরে সেই সংখ্যা দেখানোর প্রয়োজন বোধ করেনি। একটা মনগড়া সংখ্যা বলে দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা চূড়ান্ত করেছে। আসলে এই ২৮ ভাগ ৪০ ভাগ নিয়ে বিভ্রান্তি তৈরি করার মাধ্যমে তারা জনগণের দৃষ্টিতে যে ৫-৭ ভাগের বেশি ভোটার চোখে পড়েনি সেই সত্যকে আড়াল করছে।’
এমতাবস্থায় এ দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য, জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার গঠনে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তোলা হয়েছিল, জনগণ সেটার পক্ষে তাঁদের রায় জানিয়ে দিয়েছেন। এমনটা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, এই ডামি নির্বাচন ও তার ফলাফলকে বাতিল করে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই দেশকে একটি দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। জনগণের গণরায় মেনে নিন।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক ফরিদুল হকসহ অনেকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এই নির্বাচন বর্জনের ডাক দিয়ে শুরু থেকেই আন্দোলনের মাঠে সক্রিয় ছিল গণতন্ত্র মঞ্চ। নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হোন এবং তামাশার নির্বাচন, জনগণের প্রত্যাখ্যান ও চলমান আন্দোলন’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা তো আন্দোলনেই আছি। ২৮ অক্টোবরের পর থেকেই আমরা সব আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। আমরা লাগাতারভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা এখনো পর্যন্ত যুগপৎ আন্দোলনে আছি। আমরা যুগপৎ আন্দোলন কনটিনিউ করতে চাই। বাংলাদেশে যে তথাকথিত নির্বাচন হয়েছে সেটির ব্যাপারে আমেরিকাসহ বেশির ভাগ দেশই বলেছে ৭ তারিখের এটা কোনো নির্বাচন হয়নি। এটা একটা জাল নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন হয়েছে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমাদের এখানকার বিচিত্র রাজনীতির কারণে, বিচিত্র রাজনৈতিক সম্পর্কের কারণে এ রকম হয়েছে যে—আমরা একটা পয়েন্টে কমন আছি কিন্তু তারপরও আমরা একসঙ্গে একটা মঞ্চে আসতে পারছি না। কারণ এটাতে আবার অন্য বিষয়গুলো যুক্ত করে জটিলতা তৈরি করতে পারে। এ জন্য আমরা যুগপতের কথা বলেছি এবং এটি পরীক্ষিত একটা বিষয়, যেটাতে সবাইকে নামানো গেছে।’
সংবাদ সম্মেলন সঞ্চালনা ও লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বিরোধী দল নির্বাচনের ট্রেন মিস করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে সাকি বলেন, ‘এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন। এই ট্রেন মিস করে বাংলাদেশের মানুষ গৌরববোধ করছেন। মানুষ মনে করে এই ট্রেনকে মিস করে মানুষ দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। ৭ তারিখে যে নির্বাচন হয়েছে সেটি কোনো নির্বাচন নয়। এটা নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার আরেকটি তৎপরতা। একটা ভয়ংকর প্রহসন এবং তামাশা মানুষের সঙ্গে করা হয়েছে।’
বক্তব্যে নির্বাচন কমিশনকে ধিক্কার জানান জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নিজ দলের গঠনতন্ত্র ভঙ্গ করে যেভাবে প্রার্থী দিয়েছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে কোনো প্রশ্ন পর্যন্ত করেনি। এ জন্য আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই।’
এবারের নির্বাচনে ৬ থেকে ৭ ভাগের বেশি ভোট পড়েনি। সেটাকে ৪০ ভাগ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন সত্য আড়াল করেছে—লিখিত বক্তব্যে এমনটা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, সারা দিন ভোটের হার বিবেচনায় এক ঘণ্টায় ১৩-১৪% ভোট বেড়ে যাওয়া রীতিমতো ম্যাজিক। মজার ব্যাপার এই ৪০ পারসেন্ট ভোট ঘোষণার পরেও নির্বাচন কমিশনের ভোট মনিটর আরও অন্তত চার সাড়ে চার ঘণ্টায় ২৮ ভাগ ভোট দেখিয়ে গেছে। অর্থাৎ তারা এমনকি সিল মেরে সেই সংখ্যা দেখানোর প্রয়োজন বোধ করেনি। একটা মনগড়া সংখ্যা বলে দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা চূড়ান্ত করেছে। আসলে এই ২৮ ভাগ ৪০ ভাগ নিয়ে বিভ্রান্তি তৈরি করার মাধ্যমে তারা জনগণের দৃষ্টিতে যে ৫-৭ ভাগের বেশি ভোটার চোখে পড়েনি সেই সত্যকে আড়াল করছে।’
এমতাবস্থায় এ দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য, জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার গঠনে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তোলা হয়েছিল, জনগণ সেটার পক্ষে তাঁদের রায় জানিয়ে দিয়েছেন। এমনটা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, এই ডামি নির্বাচন ও তার ফলাফলকে বাতিল করে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই দেশকে একটি দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। জনগণের গণরায় মেনে নিন।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক ফরিদুল হকসহ অনেকে।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৯ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৯ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১১ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৩ ঘণ্টা আগে