নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান-ইলেভেনের অশুভ খেলায় মেতে উঠতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালায় বিএনপি। এবার ড. ইউনূসকে নিয়ে তারা ওয়ান-ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।
ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
আলোচনা সভায় শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘আজ অশুভ শক্তিরা অশুভ খেলা খেলতে চায়। আজকে আপনাদের সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। তাই আপনাদের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাইবোনেরা নিরাপদে আছেন। কিন্তু এবার আমি ভয় পাচ্ছি। অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো অঘটন ঘটিয়ে হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং, আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজি সেলিমসহ সনাতন ধর্মের অন্য নেতারা।
পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শত শত ট্রাক ও পিকআপ নিয়ে অংশ নেন ভক্তরা। শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্কের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অনেকেই শ্রীকৃষ্ণ সেজে এসেছেন। এ ছাড়া বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কেউ কেউ কৃষ্ণের জন্মতিথির সেই দৃশ্য ডিসপ্লে করেছেন। গানের তালে তালে নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন ভক্তরা। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান-ইলেভেনের অশুভ খেলায় মেতে উঠতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালায় বিএনপি। এবার ড. ইউনূসকে নিয়ে তারা ওয়ান-ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।
ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
আলোচনা সভায় শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘আজ অশুভ শক্তিরা অশুভ খেলা খেলতে চায়। আজকে আপনাদের সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। তাই আপনাদের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাইবোনেরা নিরাপদে আছেন। কিন্তু এবার আমি ভয় পাচ্ছি। অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো অঘটন ঘটিয়ে হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং, আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজি সেলিমসহ সনাতন ধর্মের অন্য নেতারা।
পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শত শত ট্রাক ও পিকআপ নিয়ে অংশ নেন ভক্তরা। শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্কের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অনেকেই শ্রীকৃষ্ণ সেজে এসেছেন। এ ছাড়া বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কেউ কেউ কৃষ্ণের জন্মতিথির সেই দৃশ্য ডিসপ্লে করেছেন। গানের তালে তালে নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন ভক্তরা। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
৩ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
৫ ঘণ্টা আগে