নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি সেলিমের পুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রেকর্ড ভোটে নৌকার জয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ সময় তাঁর বাবা হাজি সেলিম উপস্থিত ছিলেন।
সোলায়মান সেলিম বলেন, ‘আমরা চেষ্টা করব, সব দল যাতে শৃঙ্খলার সঙ্গে নিজেদের প্রচার-প্রচারণা করতে পারে। আমরা কোনো ধরনের রেষারেষিতে যাব না। বাবার প্রতি জনগণের যে আস্থা আছে তা ধরে রাখার চেষ্টা করব।’
রেকর্ড ভোটে নৌকা জয়লাভ করবে জানিয়ে ঢাকা-৭ আসনের এই প্রার্থী আরও বলেন, ‘রেকর্ড ভোট প্রদান করে আগের মতো শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।’
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে।
একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১–৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি সেলিমের পুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রেকর্ড ভোটে নৌকার জয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ সময় তাঁর বাবা হাজি সেলিম উপস্থিত ছিলেন।
সোলায়মান সেলিম বলেন, ‘আমরা চেষ্টা করব, সব দল যাতে শৃঙ্খলার সঙ্গে নিজেদের প্রচার-প্রচারণা করতে পারে। আমরা কোনো ধরনের রেষারেষিতে যাব না। বাবার প্রতি জনগণের যে আস্থা আছে তা ধরে রাখার চেষ্টা করব।’
রেকর্ড ভোটে নৌকা জয়লাভ করবে জানিয়ে ঢাকা-৭ আসনের এই প্রার্থী আরও বলেন, ‘রেকর্ড ভোট প্রদান করে আগের মতো শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।’
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে।
একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১–৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
২ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৪ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৭ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৮ ঘণ্টা আগে