Ajker Patrika

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৪, ২১: ১২
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের খাবার বিতরণ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির পক্ষ থেকে আজ শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা সদরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

কর্মসূচির অংশ হিসেবে আজ আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, সোবহানবাগ মসজিদ কমপ্লেক্স এতিমখানা, ফরাশগঞ্জ অরফানেজ সোসাইটি (হিন্দু অনাথ আশ্রম), মোহাম্মদপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিম উল্লাহ মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপকমিটির সদস্যরা। 

আমিনুল ইসলাম বলেন, ‘১৭ মে শুধু আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয়, তাঁর সময়টা বিশ্লেষণ করলে আমরা বলতে পারি, এদিন বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তনের দিন। ১৭ মে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের দিন, আধুনিক-স্মার্ট বাংলাদেশে ধাবিত হওয়ার দিন।’ 

এ ছাড়া চট্টগ্রামে হজরত আমানত শাহ মাজার, গরীব উল্লাহ শাহ মাজারসংলগ্ন এতিমখানা এবং কদম মোবারক এতিমখানা, সিলেটে হজরত শাহজালাল মাজারসংলগ্ন এতিমখানা, পাবনা, কুমিল্লা, বরিশাল কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা সদরে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত