নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ স্থগিতে উদ্যোগ নেওয়ার আহ্বানের পাশাপাশি ব্যবসার বিভিন্ন খাত নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরেছেন তাঁরা।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টার এ বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী, অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী উপস্থিত ছিলেন।
এ বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এস এম ফজলুল হক।
ব্যবসায়ীরা এলডিসি উত্তরণ ও শ্রমিক ইস্যুতে বৈঠক করতে এসেছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘এতে প্রতীয়মান হয় একটা বড় ধরনের অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি রক্ষার জন্য সবাই মিলে কাজ করছেন।'
তিনি বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অব্যাহত রাখতে চাইলে এলডিসি তালিকা থেকে উত্তরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনা হয়েছে আজ। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ আদৌ প্রস্তুত কি না, তা জাতিসংঘের প্রতিনিধিদলের সরেজমিনে দেখার দরকার। এ জন্য সরকারের পক্ষ থেকে জাতিসংঘে একটি চিঠি দেওয়ার বিষয়ে ব্যবসায়ীরা মত দিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, কারখানায় শ্রমিক ইউনিয়নের পরিবর্তন আনলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে কি না, তা বিবেচনা করা দরকার। ইউনিয়নগুলো কার্যকরভাবে কাজ করতে পারবে কি না, সেটাও বিবেচনা করা দরকার। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হলে এবং আগামী দিনে ভুল বার্তা গেলে, তা থেকে বের হওয়া কঠিন হবে।
ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভীরুর রহমান, বিকেএমইএ সভাপতি এম এ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী ও ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।
এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো প্রস্তুত না। আমাদের অবকাঠামো প্রস্তুত না। এটা আমরা বিএনপির নেতাদের বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি, তাঁরা বর্তমান সরকারকে বোঝাতে সক্ষম হবেন।’
শ্রম আইন সংশোধনে ব্যবসায়ীদের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ‘আইনের ১২৪টি ধারার মধ্যে ১২২টিতে আমরা একমত। বাস্তবসম্মত কারণে দুটো ধারার বিষয়ে একমত হতে পারিনি। ২০ শ্রমিকের আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ মুহূর্তে আছে শতকরা ২০ জন। একটা শিল্পে ৩ হাজার, ৫ হাজার, ১০ হাজার শ্রমিক আছে। সেখানে ২০ জনের আবেদনে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হলে বা একটা শিল্পে সর্বোচ্চ ৫টা ট্রেড ইউনিয়ন দেওয়া হলে শিল্প টিকবে না।’
ব্যবসায়ীদের উদ্বেগের কথা বিএনপি মহাসচিবকে জানানো হয়েছে উল্লেখ করে মাহমুদ হাসান বলেন, ‘বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সফরে যাচ্ছেন। সেখানে কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে এ বার্তাটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ স্থগিতে উদ্যোগ নেওয়ার আহ্বানের পাশাপাশি ব্যবসার বিভিন্ন খাত নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরেছেন তাঁরা।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টার এ বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী, অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী উপস্থিত ছিলেন।
এ বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এস এম ফজলুল হক।
ব্যবসায়ীরা এলডিসি উত্তরণ ও শ্রমিক ইস্যুতে বৈঠক করতে এসেছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘এতে প্রতীয়মান হয় একটা বড় ধরনের অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি রক্ষার জন্য সবাই মিলে কাজ করছেন।'
তিনি বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অব্যাহত রাখতে চাইলে এলডিসি তালিকা থেকে উত্তরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনা হয়েছে আজ। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ আদৌ প্রস্তুত কি না, তা জাতিসংঘের প্রতিনিধিদলের সরেজমিনে দেখার দরকার। এ জন্য সরকারের পক্ষ থেকে জাতিসংঘে একটি চিঠি দেওয়ার বিষয়ে ব্যবসায়ীরা মত দিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, কারখানায় শ্রমিক ইউনিয়নের পরিবর্তন আনলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে কি না, তা বিবেচনা করা দরকার। ইউনিয়নগুলো কার্যকরভাবে কাজ করতে পারবে কি না, সেটাও বিবেচনা করা দরকার। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হলে এবং আগামী দিনে ভুল বার্তা গেলে, তা থেকে বের হওয়া কঠিন হবে।
ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভীরুর রহমান, বিকেএমইএ সভাপতি এম এ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী ও ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।
এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো প্রস্তুত না। আমাদের অবকাঠামো প্রস্তুত না। এটা আমরা বিএনপির নেতাদের বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি, তাঁরা বর্তমান সরকারকে বোঝাতে সক্ষম হবেন।’
শ্রম আইন সংশোধনে ব্যবসায়ীদের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ‘আইনের ১২৪টি ধারার মধ্যে ১২২টিতে আমরা একমত। বাস্তবসম্মত কারণে দুটো ধারার বিষয়ে একমত হতে পারিনি। ২০ শ্রমিকের আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ মুহূর্তে আছে শতকরা ২০ জন। একটা শিল্পে ৩ হাজার, ৫ হাজার, ১০ হাজার শ্রমিক আছে। সেখানে ২০ জনের আবেদনে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হলে বা একটা শিল্পে সর্বোচ্চ ৫টা ট্রেড ইউনিয়ন দেওয়া হলে শিল্প টিকবে না।’
ব্যবসায়ীদের উদ্বেগের কথা বিএনপি মহাসচিবকে জানানো হয়েছে উল্লেখ করে মাহমুদ হাসান বলেন, ‘বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সফরে যাচ্ছেন। সেখানে কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে এ বার্তাটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’
গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাস্তবতায় ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে দেশের রাজনীতির। বদলে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কও। ক্ষমতায় যাওয়ার মিশনে হিসাব-নিকাশের পাল্লায় শত্রু হয়ে যাচ্ছে মিত্র, আবার পরীক্ষিত মিত্রও আবির্ভূত হচ্ছে শত্রুর ভূমিকায়।
৯ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় শোষণ ও বৈষম্যবিরোধী গণতান্ত্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি তাদের ত্রয়োদশ কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাবে বলেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ছাত্র, শ্রমিক, কৃষক...
১৫ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক নিপীড়নের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীর পরস্পরবিরোধী অবস্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির বলছে, পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক হেনস্তার ঘটনাটি রাকসু নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। আজ রোববার এক যৌথ বিবৃতিতে দলটির কেন্দ্রীয়
১৭ ঘণ্টা আগেএকটি মহল কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, যে মহল নির্বাচন বানচালের সঙ্গে জড়িত, তারাই ২০১৪-এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধা দিয়েছিল।
১৮ ঘণ্টা আগে