Ajker Patrika

কমিশনের সঙ্গে সংলাপ

ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে ভোটে অযোগ্য, জামায়াতের প্রস্তাব

  • তত্ত্বাবধায়ক সরকারপ্রধান বাছাইয়ে দুই বিকল্প।
  • বাংলাদেশকে চার প্রদেশে বিভক্ত করার প্রস্তাবে দ্বিমত।
  • গণভোটে জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তাব।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৫, ০১: ০১
ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে ভোটে অযোগ্য, জামায়াতের প্রস্তাব

গণভোটের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। এতে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে বলে মনে করে দলটি। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনের প্রার্থী হতে পারবেন না বলে প্রস্তাব দিয়েছে দলটি।

জাতীয় সংসদের এলডি হলে গতকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এসব প্রস্তাব দিয়েছে জামায়াত।

এ ছাড়া বিদায়ী প্রধান বিচারপতি বা সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের প্রস্তাব দিয়েছে দলটি।

আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা জানান।

সকাল সাড়ে ১০টায় শুরুর পর দুপুরে প্রায় এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টার দিকে সংলাপ শেষ হয়। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির ১১ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, এহসান মাহবুব যোবায়ের প্রমুখ। এর আগে ২৬ এপ্রিল জামায়াতের সঙ্গে সংলাপ করে কমিশন। ওই দিন সভা মুলতবি হয়। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে দলটি ১২০টির বেশি প্রস্তাবে একমত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে। এর নাম হবে জুলাই সনদ।

কমিশনের সঙ্গে আলোচনা শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার (জুলাই সনদ) হোক, ন্যাশনাল চার্টার (জাতীয় সনদ) হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইমপরট্যান্ট ইস্যু (গুরুত্বপূর্ণ বিষয়) থাকে, সেটাকে ইনক্লুড (অন্তর্ভুক্ত) করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট চায়। গণভোটের মাধ্যমে এটা আইনগত চূড়ান্তভাবে এটা ফাইনাল করতে...।’

গণভোট চাওয়ার কারণ ব্যাখ্যা করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট হচ্ছে সব মানুষের মনের প্রতিনিধিত্বমূলক একটি ব্যবস্থা। সাধারণ মানুষই এখানে সিদ্ধান্ত নেবে। গণভোটের মাধ্যমে এর আইনগত একটি ভিত্তি হবে।

গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে, না আগে চেয়েছেন, এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘আমরা আবার বসব, তখন আলোচনা করে বলতে পারব।’

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাছাই নিয়ে দুটো প্রস্তাব দিয়েছে জামায়াত। এর একটি হলো সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয়টি হলো, প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি হবে।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার পরিষদের সদস্য নিয়োগের বিষয়টি প্রধান উপদেষ্টার হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে একমত হয়েছে দলটি। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে জামায়াত। এ ছাড়া জনপ্রশাসনের জন্য স্থায়ী কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে চার প্রদেশে বিভক্ত করার প্রস্তাবে জামায়াত দ্বিমত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। শুরুতে এই প্রস্তাবের সঙ্গে পুরোপুরি একমত না হলেও কমিশনের সঙ্গে আলোচনার পর এখন এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বলে জানান তাহের।

বিদ্যমান আইনে অবসরে যাওয়া নির্বাচন কমিশনারদের অনিয়মের শাস্তির তেমন বিধান নেই। এ জন্য আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। তাহের বলেন, ‘আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে অবসরের পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

অনেক রক্ত ও প্রাণের বিনিময়ে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ‘যাদের আত্মদানে এই সুযোগ তৈরি হয়েছে, তাদের প্রতি আমাদের দায় আছে৷ এ দায় শুধুমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়, বরং বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, সুশীল সমাজ এবং সামাজিক শক্তিশালীগুলোরও এ দায় রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত