Ajker Patrika

বিএনপির এক দফা ভুয়া: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯: ৪৫
বিএনপির এক দফা ভুয়া: ওবায়দুল কাদের

সরকার পতনের বিএনপির এক দফা আন্দোলনকে ভুয়া বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি রাজনৈতিক খেলায় ব্যর্থ হয়ে সন্ত্রাসী করছে। তাদের এক দফা ভুয়া।’

আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে করা সমাবেশে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। 

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের প্রতিহত করতে হবে। নির্বাচনে না আসলে, সেটা তাদের ব্যাপার। তবে নির্বাচনে বাধা দিতে আসলে আমরা প্রতিহত করব। তারা (বিএনপি) একবার দাবি জানিয়েছে ২৭ দফা, আরেকবার ১০ দফা। এখন আবার বলে এক দফা। এক দফা ভুয়া। ২৭ দফা, ৩২ দফা ভুয়া। বাঙালি জাতি বিএনপির ভুয়া রাজনীতি চায় না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আসল খবর হচ্ছে বিএনপির নেতারা আশার মালা গেঁথে ঘর বুনেছে, কখন আসবে উজরা জেয়া। কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। আশার মালা গেঁথে বসে ছিল, চোখে-মুখে আনন্দের ধারা। ইউরোপ এল, এখনো যায়নি, যায় যায়। আমেরিকা এসে চলে গেল। বিএনপির মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতাদের আমেরিকা বলে গেছে, বাংলাদেশের নিয়ম, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ইউরোপও বলেছে, আমেরিকাও বলেছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তাদের আশা পূরণ হয়নি।’ 

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি: আজকের পত্রিকা 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা মাথা গরম করবেন না। ওদের (বিএনপির) মাথা গরম। ওরা এখন পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে চায়। আমরা ক্ষমতায়, আমরা গোলমাল কেন করব। শান্তি যত থাকবে, তত আমাদের ভোট বাড়বে। খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। আসল খেলা। আসেন বিএনপির নেতারা। জনগণের শক্তি একদিকে অন্যদিকে আপনাদের সন্ত্রাসী শক্তি।’ 

ক্ষমতাসীন দলের এই কর্মসূচি বিকেলে শুরুর কথা থাকলেও বেলা ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন, কেউবা প্লাকার্ড নিয়ে হাজির হয়েছেন এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়।’ 

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সাতরাস্তা থেকে তিব্বত, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল হয়ে বনানী গিয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। এ সময় বনানী থেকে মগবাজার সড়ক পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত