নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।
গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১ ঘণ্টা আগেমিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১ দিন আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১ দিন আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১ দিন আগে