Ajker Patrika

‘হতাশ’ বিএনপি নিয়ে চিন্তার কিছু দেখছেন না ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩৫
‘হতাশ’ বিএনপি নিয়ে চিন্তার কিছু দেখছেন না ওবায়দুল কাদের 

আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে অংশ না নেওয়াসহ নানা কারণে বিএনপি হতাশ। এই হতাশা থেকে আবোলতাবোল বলছে দলটি। তবে বিএনপির অবস্থা নিয়ে আওয়ামী লীগের চিন্তার কিছু নেই। এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মন্তব্য নিয়ে কথা বলার সময় আমার নাই। তাদের নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। তাদের মধ্যে ব্যর্থ আন্দোলন, নির্বাচনে অংশ না নেওয়া—এসব কারণে তাদের মধ্যে একটা হতাশা আছে।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা (বিএনপি) বিরোধিতা করেছে, করবে এবং করছে। তারা তো বিরোধী দল, তাদের কিছু তো বলতেই হবে। বললে সরকারের খারাপটাই বলতে হবে। কারণ, তারা এখন কোনো কিছু ভালো চোখে দেখছে না। তারা হতাশার মধ্যে আছে। এই হতাশা থেকে তারা এসব আবোলতাবোল বলছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’ 

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণও বিএনপির সঙ্গে নেই, বিদেশি বন্ধুরা তাদের ছেড়ে এখন চলে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লম্বা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার জন্য। অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে অঙ্গীকার ব্যক্ত করেছেন। পিটার হাসও মার্কিন নীতি কৌশলের প্রতিধ্বনিই করছেন।’ 

এদিকে, মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ ওবায়দুল কাদের বলেন, ‘নতুন করে আমরা কোনো রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেব না। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছি। এখন সেই উদারতা প্রদর্শনের কোনো সুযোগ নেই।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেটা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কত দিন বইব?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত