Ajker Patrika

গণতন্ত্রকে আঘাতের চক্রান্ত চলছে, সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

গণতন্ত্রকে আঘাতের চক্রান্ত চলছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ৭ নভেম্বরকে সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা দল এই সভার আয়োজন করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে পট পরিবর্তন হলেও এখনো পুরোপুরি বিপদ কেটে যায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। গণতন্ত্রকে আঘাত করার, নষ্ট করার চক্রান্ত চলছে আবার।’

বিএনপির বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ভাঙতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এই ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি আরও শক্তিশালী হয়েছে।’

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করবে। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের দরজা।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ সভায় সঞ্চালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত