Ajker Patrika

কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও, সরকারকে মঈন খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৯: ১৪
কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও, সরকারকে মঈন খান 

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন বিএনপি নেতারা। সেখানে বিভিন্ন সময়ে নিখোঁজ বিএনপি নেতা-কর্মীদের স্বজনেরা অংশ নেন। তাঁরা গুমের শিকার স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান। 

মানববন্ধনে ১০ বছর আগে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা পারভেজ হোসেনের ছবি হাতে তাঁর মেয়ে আদিবা ইসলাম হৃদি আর্তনাদ করে বলে, ‘আমি বাবাকে ফেরত চাই। বাঁচার মতো করে বাঁচতে চাই। আমার বাবাকে ফিরিয়ে দিন। আর ভালো লাগছে না আমাদের। আর গুম দিবস পালন করতে চাই না, বাবা দিবস পালন করতে চাই।’ 

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বিশেষ একটি পঙ্‌ক্তি টেনে তিনি বলেন, ‘আজকে একটি প্রশ্ন করে যাব এই বাকশালী আওয়ামী লীগ সরকারকে। আজকে এই অত্যাচারী জুলুমবাজ সরকারকে প্রশ্ন করতে চাই, কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও?’

মঈন খান আরও বলেন, ‘‘কোমলমতি শিশুরা মাইকের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। তাদের বাবার স্মৃতি নিয়ে একজন বলেছে, আমি গুম দিবস চাই না। আমি বাবা দিবস ফিরে পেতে চাই। কল্পনা করে দেখেছেন, একটি শিশু কোন কষ্টে এই কথাটি বলতে পারে! আজকে সরকারকে জবাব দিতে হবে। 

‘‘অন্যথায় এই কালের ক্রন্দন ধ্বনি যদি এই সরকার শুনতে না পায়, এই ক্রন্দনের বন্যায় স্বৈরাচারী এই সরকার ভেসে যাবে। এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এখানে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা এই সরকারকে বিদায় দেব শান্তিপূর্ণ এবং সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে।’’ 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ মানেই অত্যাচার, আওয়ামী লীগ মানেই নিপীড়ন। সবাইকে রাজপথে নেমে সোচ্চার হতে হবে, জানিয়ে দিতে হবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না।’ 

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান নেতা কর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নিন, দেশ-বিদেশের সবাই বিএনপির পাশে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত