Ajker Patrika

সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার প্রার্থী কবিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১: ২৬
সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার প্রার্থী কবিতা

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া আসনের ভোট আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। স্বপন গত সেপ্টেম্বরে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

গত শনিবার থেকে বুধবার পর্যন্ত এ আসনে আগ্রহীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। পাঁচ দিনে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কবিতার ভাই সাবেক সাংসদ চয়ন ইসলামও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পান। এরপর ২০১৯ সালের সম্মেলনেও একই পদে বহাল থাকেন।

জানতে চাইলে মেরিনা জাহান কবিতা আজকের পত্রিকাকে বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে, এতে আমি খুবই আনন্দিত। দলের সব কার্যক্রম সফলতার সঙ্গে পূর্ণ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অ্যাজেন্ডাগুলোকে তৃণমূলের মাঝে ছড়িয়ে দেব।’

কবিতা বলেন, ‘শাহজাদপুর যেহেতু তাঁত-অধ্যুষিত এলাকা। সেটা যেন আরও সমৃদ্ধ হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যাতে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে, সেই চেষ্টা করব।’ 

চয়ন ইসলাম ও মেরিনা জাহান কবিতার বাবা ড. মযহারুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেরিনার চাচা আব্দুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বপালন করেছেন। 

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৬ আসনটি শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে হাসিবুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। আর নবম জাতীয় সংসদের সাংসদ ছিলেন চয়ন ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত