Ajker Patrika

শুনেছি জাতীয় পার্টিরও একজন সিঙ্গাপুর গেছেন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২০: ৫৬
শুনেছি জাতীয় পার্টিরও একজন সিঙ্গাপুর গেছেন: ওবায়দুল কাদের

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিএনপি নেতারা দল বেঁধে সিঙ্গাপুর গেছেন। আবার শুনি জাতীয় পার্টিরও একজন গেছেন। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে। আমরাও প্রস্তুত। বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না।’

আজ সোমবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে সংস্থাটির সদর দপ্তরের সামনে ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন। চিকিৎসার উদ্দেশ্যে তাঁরা দেশটিতে গেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আর গত ২৭ জুন উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিএনপি নেতারা দল বেঁধে সিঙ্গাপুর গেছেন। আবার শুনি জাতীয় পার্টিরও একজন গেছেন। ভালো, আলাপ-আলোচনা ভালো। রাজনৈতিক আলোচনা দেশেও করবে, বিদেশে গিয়েও করবে—এটা তাদের ব্যাপার। রাজনীতি করেন, দয়া করে ষড়যন্ত্র করবেন না, সন্ত্রাস করবেন না, ২০১৩-১৪ সালের মতো আগুন দিয়ে মানুষ পোড়াবেন না। এই রাজনীতি থেকে বিরত থাকবেন।’ 

খবর আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে জনগণ আসে না, এবার আপনারা (বিএনপি) সন্ত্রাসের পথে যাচ্ছেন। কানাডায় (বিএনপি) পাঁচজন নেতা আশ্রয় চাইতে গিয়েছিল। সে দেশের আদালত বলে দিয়েছেন—এরা সন্ত্রাস। এদের দল একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘মাত্র তিন থেকে চার মাস আছে এর মধ্যে অনেক দূর যেতে হবে। এ জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘আবার যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তারা গণতন্ত্র গিলে খাবে। তারা আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের শক্তিকে নিশ্চিহ্ন করবে। বিএনপির হাতে ক্ষমতা গেলে এ দেশ পাকিস্তান বানাবে। নির্বাচনের মাত্র চার মাস আছে, তাই আপনাদের (প্রকৌশলী) দাবিদাওয়ার বিষয় আমরা বুঝি। কিন্তু এখন দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত  হচ্ছে, আমরাও প্রস্তুত আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত