নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘আজকে সোনার বাংলা একটা ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে। এই ডামি সোনার বাংলায় আসলের বদলে নকল সোনা। খুব সহজ বাংলায় বলতে গেলে-সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
মঈন খান বলেন, ‘যে বাংলাদেশের জন্য লাখ-লাখ মানুষ জীবন দিয়েছিল, আমরা তাঁদের কাছে কী জবাব দেব? এই সোনার বাংলার কথা আওয়ামী লীগ যা বলেছে আগে, তাঁরা কি জবাব দেবে? মুখে গণতন্ত্রের কথা বলে, সোনার বাংলার কথা বলে আওয়ামী লীগ যদি মনে করে থাকে তাঁরা ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আজকে এই সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তাঁরা যদি মনে করে থাকে যে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তাঁরা জনগণের টুটি চেপে ধরে ক্ষমতায় থাকবে, সেটা ভুল। কোনো অপশাসন চিরদিনের জন্য চেপে থাকতে পারে না। বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তাদের কোনো মূল্য নেই।’
দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতারা তাঁদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতায় আবারও প্রমাণিত হয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয় বরং পদতলে বসে মোসাহেবি করেছে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘আজকে সোনার বাংলা একটা ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে। এই ডামি সোনার বাংলায় আসলের বদলে নকল সোনা। খুব সহজ বাংলায় বলতে গেলে-সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
মঈন খান বলেন, ‘যে বাংলাদেশের জন্য লাখ-লাখ মানুষ জীবন দিয়েছিল, আমরা তাঁদের কাছে কী জবাব দেব? এই সোনার বাংলার কথা আওয়ামী লীগ যা বলেছে আগে, তাঁরা কি জবাব দেবে? মুখে গণতন্ত্রের কথা বলে, সোনার বাংলার কথা বলে আওয়ামী লীগ যদি মনে করে থাকে তাঁরা ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আজকে এই সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তাঁরা যদি মনে করে থাকে যে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তাঁরা জনগণের টুটি চেপে ধরে ক্ষমতায় থাকবে, সেটা ভুল। কোনো অপশাসন চিরদিনের জন্য চেপে থাকতে পারে না। বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তাদের কোনো মূল্য নেই।’
দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতারা তাঁদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতায় আবারও প্রমাণিত হয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয় বরং পদতলে বসে মোসাহেবি করেছে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।’
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমের কাছে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে (নাম উল্লেখ না করে) উদ্ধৃত করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, উনি বলেছেন যে...
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে শিবিরের রাজনৈতিক কমিটি নেই উল্লেখ করে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, শিবির হলভিত্তিক নয় বরং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী।
৬ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ সদস্যদের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে। আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে এই কমিটি প্রকাশ করা হয়। আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটির কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা নিয়ে পুরোপুরি আস্থাশীল নন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, এক বছর হতে চলেছে, কিন্তু রাজনৈতিক দল বা অংশীজনদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো
৮ ঘণ্টা আগে