Ajker Patrika

হেফাজতের সহ-সভাপতি কোরবান আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০: ০০
হেফাজতের সহ-সভাপতি কোরবান আলী গ্রেপ্তার

ঢাকা: ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব কোরবান আলীকে গ্রেপ্তার করেছে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আজ মঙ্গলবার বিকালে বাসাবোর নিজ বাসার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটে যাওয়া ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকাতেই হেফাজতের মধ্যম ও শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত রোববার ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত