Ajker Patrika

সরকার পতনে বিভেদ ভুলে জাতীয় ঐক্য চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার পতনে বিভেদ ভুলে জাতীয় ঐক্য চায় বিএনপি

দেশ ও দেশের মানুষকে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সরকার পতনের আহ্বান জানিয়েছে বিএনপি। এ লক্ষ্যে গণতন্ত্রকামী সব শক্তিকে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। রাজনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি (কাজী জাফর) এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অবস্থা, আমরা সবাই জানি। কোন অবস্থাতেই ভালো অবস্থা বলা যাবে না। সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অন্যদিকে রাজনীতির অবস্থা তো আমরা সবাই জানি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, এ দায়িত্ব আমাদের পালন করতে হবে।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ছোটখাটো ভুল-ত্রুটি ও বিভেদ ভুলে গিয়ে গণতন্ত্রকে এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সে জন্যই আমরা সব সময় জাতীয় ঐক্যর কথা বলছি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, যারা আমাদের ওপর চেপে বসে আছে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা এদের সরে যেতে বাধ্য করি, পদত্যাগ করতে বাধ্য করি।’ 

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত