Ajker Patrika

৩০ ডিসেম্বর সারা দেশে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৮
৩০ ডিসেম্বর সারা দেশে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও গণমিছিল

৩০ ডিসেম্বরকে গণতন্ত্রের জন্য ‘কলঙ্ক’ উল্লেখ করে এদিন গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষ করে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

৩০ ডিসেম্বর দিন আর রাত মিলিয়ে গণতন্ত্রের জন্য একটা কলঙ্ক। এই দিন পালনের পাশাপাশি চলমান গণতান্ত্রিক আন্দোলনের আবহ তার সঙ্গে যুক্ত করা হবে বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরকে কালো দিন বিবেচনায় নিয়ে সারা দেশে গণর‍্যালি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, ‘গণতন্ত্র মঞ্চ থেকে শুধু এক দফা দাবি করছি এমন নয়। আমাদের অনুগমনের শীর্ষ বিন্দু হচ্ছে এই সরকার পতনের দাবি। সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা। পরিশেষে নির্বাচন উপযুক্ত মাঠ তৈরি করা এবং সামগ্রিক এই শাসন ও রাষ্ট্রব্যবস্থা থেকে উত্তরণ আমরা চাই।’

মান্না আরও বলেন, ‘শুধু আমরা গণতন্ত্র মঞ্চ নই, আরও অনেক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যেতে ধারাবাহিকভাবে কর্মসূচি দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত