Ajker Patrika

দেখে নিন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের কিছু মুহূর্ত

আনপ্রেডিক্টেবল পাকিস্তানের ম্যাচে নাটকীয়তা না হলে কী করে হয়! আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৩৩ রান। সেই রান তাড়া করতে নেমে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে হারার মতো অবস্থা পাকিস্তানের তৈরি হয়েছিল ঠিকই। তবে বিপদ থেকে উদ্ধার করেন মোহাম্মদ নাওয়াজ ও হুসেইন তালাত। দুই ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। দেখে নিন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের কিছু মুহূর্ত।

আবুধাবিতে গতকাল সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ছবি: এএফপি
আবুধাবিতে গতকাল সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ছবি: এএফপি
আবরার আহমেদের (ডানে) বলে বোল্ড হয়ে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। উইকেট নেওয়ার পর আবরার নকল করেন হাসারাঙ্গার মোবাইল ফোনে কল দেওয়ার মতো উদযাপন। ছবি: এএফপি
আবরার আহমেদের (ডানে) বলে বোল্ড হয়ে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। উইকেট নেওয়ার পর আবরার নকল করেন হাসারাঙ্গার মোবাইল ফোনে কল দেওয়ার মতো উদযাপন। ছবি: এএফপি
পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে শ্রীলঙ্কা। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলতে থাকেন কামিন্দু মেন্ডিস। তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।  ছবি: এএফপি
পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে শ্রীলঙ্কা। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলতে থাকেন কামিন্দু মেন্ডিস। তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। ছবি: এএফপি
দুষ্মন্ত চামিরাকে পুল করতে যান ফখর জামান। তবে সেই বাউন্সারে ঠিকমতো সংযোগ করতে পারেননি ফখর। বল গিয়ে পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের হেলমেটে লাগলে কিছুক্ষণ মাথা যন্ত্রণায় ভুগেছেন। পরবর্তীতে ব্যথা সামলে খেলতে নামেন তিনি। ছবি: এএফপি
দুষ্মন্ত চামিরাকে পুল করতে যান ফখর জামান। তবে সেই বাউন্সারে ঠিকমতো সংযোগ করতে পারেননি ফখর। বল গিয়ে পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের হেলমেটে লাগলে কিছুক্ষণ মাথা যন্ত্রণায় ভুগেছেন। পরবর্তীতে ব্যথা সামলে খেলতে নামেন তিনি। ছবি: এএফপি
স্কোরবোর্ডে ১৩৩ রান জমা করলেও শ্রীলঙ্কা ছেড়ে কথা বলেনি পাকিস্তানকে। বিনা উইকেটে ৪৫ রান থেকে ৫ উইকেটে ৮০ রানে পরিণত হয় সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি
স্কোরবোর্ডে ১৩৩ রান জমা করলেও শ্রীলঙ্কা ছেড়ে কথা বলেনি পাকিস্তানকে। বিনা উইকেটে ৪৫ রান থেকে ৫ উইকেটে ৮০ রানে পরিণত হয় সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি
খেই হারিয়ে বসা পাকিস্তানকে পথ দেখিয়েছেন হুসেইন তালাত ও মোহাম্মদ নাওয়াজ। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৫৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তাঁরা (তালাত-নাওয়াজ)। ২ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয়ে সুপার ফোরের পয়েন্ট তালিকার দুইয়ে এখন পাকিস্তান। ছবি: এএফপি
খেই হারিয়ে বসা পাকিস্তানকে পথ দেখিয়েছেন হুসেইন তালাত ও মোহাম্মদ নাওয়াজ। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৫৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তাঁরা (তালাত-নাওয়াজ)। ২ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয়ে সুপার ফোরের পয়েন্ট তালিকার দুইয়ে এখন পাকিস্তান। ছবি: এএফপি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত