আনপ্রেডিক্টেবল পাকিস্তানের ম্যাচে নাটকীয়তা না হলে কী করে হয়! আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৩৩ রান। সেই রান তাড়া করতে নেমে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে হারার মতো অবস্থা পাকিস্তানের তৈরি হয়েছিল ঠিকই। তবে বিপদ থেকে উদ্ধার করেন মোহাম্মদ নাওয়াজ ও হুসেইন তালাত। দুই ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। দেখে নিন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের কিছু মুহূর্ত।