সত্য-উত্তর এই যুগে কেমন সংবাদপত্র চাই?
আধুনিক মানুষ কে? নোবেল বিজয়ী সাহিত্যিক এবং আউটসাইডারের লেখক আলবেয়ার কাম্যু এর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘যে খবরের কাগজ পড়ে আর রমণ করে, সে-ই আধুনিক মানুষ।’ রমণ না হয় বুঝলাম; কিন্তু খবরের কাগজ তো দূরে থাক, খোদ কাগজই নাকি পৃথিবীতে আর থাকবে না।