সম্পাদকীয়
৭ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় ‘যুদ্ধ করতে রাশিয়ায় পাচার চক্রের নারী সদস্য গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত খবর থেকে পর্যটন ব্যবসার আড়ালে মানব পাচারের মতো গুরুতর অপরাধ সংঘটনের নতুন তথ্য সামনে আসছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মানব পাচারের অভিযোগে ফাবিহা জেরিন তামান্না নামের এক নারীকে ৫ ফেব্রুয়ারি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। তিনি একটি ট্রাভেল ব্যবসাপ্রতিষ্ঠানের অন্যতম মালিক।
ঘটনাটি আমাদের সামনে মানব পাচারের ভয়াবহতা এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের সংঘবদ্ধ চক্রের তথ্য তুলে ধরছে। এই চক্র নিরীহ বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাচার করেছে এবং সেখানে তাঁদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে। এই চক্রের শিকার ১০ জন বাংলাদেশি নিজেদের জীবন নিয়ে লড়াই করেছেন। যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে তাঁদের ওপর চালানো হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। ইতিমধ্যে একজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। এ ধরনের অমানবিক কার্যক্রম শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং রাষ্ট্রের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্যও এক গুরুতর উদ্বেগের কারণ।
মানব পাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও সক্রিয় হতে হবে। যাঁরা প্রলোভনে পড়ে বিদেশে কাজের আশায় যান, তাঁদের যথাযথ তথ্য ও নিরাপত্তার বিষয়ে সচেতন করতে হবে। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ ঘটনার আলোকে বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক মহলের সঙ্গে সমন্বয় করে মানব পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানব পাচারের এই চক্রগুলো চিহ্নিত ও ধ্বংস করতে হবে। বিশেষ করে, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত সম্ভাব্য ভুক্তভোগীদের উদ্ধার এবং তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা জরুরি।
তা ছাড়া, দেশে বৈধ অভিবাসনব্যবস্থা সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নিতে হবে। অধিকাংশ মানুষ সঠিক তথ্যের অভাবে দালালদের প্রতারণার শিকার হন। তাই বিদেশগামী শ্রমিকদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম জোরদার করতে হবে, যাতে তাঁরা বৈধ উপায়ে নিরাপদ অভিবাসনের সুযোগ পান।
এ ছাড়া, মানব পাচার প্রতিরোধে কূটনৈতিক তৎপরতা বাড়ানো দরকার। রাশিয়া, সৌদি আরব এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে হবে। পাচারের শিকার হওয়া ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা আশা করি, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। মানব পাচারের মতো ভয়ংকর অপরাধ দমন করা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
৭ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় ‘যুদ্ধ করতে রাশিয়ায় পাচার চক্রের নারী সদস্য গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত খবর থেকে পর্যটন ব্যবসার আড়ালে মানব পাচারের মতো গুরুতর অপরাধ সংঘটনের নতুন তথ্য সামনে আসছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মানব পাচারের অভিযোগে ফাবিহা জেরিন তামান্না নামের এক নারীকে ৫ ফেব্রুয়ারি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। তিনি একটি ট্রাভেল ব্যবসাপ্রতিষ্ঠানের অন্যতম মালিক।
ঘটনাটি আমাদের সামনে মানব পাচারের ভয়াবহতা এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের সংঘবদ্ধ চক্রের তথ্য তুলে ধরছে। এই চক্র নিরীহ বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাচার করেছে এবং সেখানে তাঁদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে। এই চক্রের শিকার ১০ জন বাংলাদেশি নিজেদের জীবন নিয়ে লড়াই করেছেন। যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে তাঁদের ওপর চালানো হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। ইতিমধ্যে একজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। এ ধরনের অমানবিক কার্যক্রম শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং রাষ্ট্রের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্যও এক গুরুতর উদ্বেগের কারণ।
মানব পাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও সক্রিয় হতে হবে। যাঁরা প্রলোভনে পড়ে বিদেশে কাজের আশায় যান, তাঁদের যথাযথ তথ্য ও নিরাপত্তার বিষয়ে সচেতন করতে হবে। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ ঘটনার আলোকে বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক মহলের সঙ্গে সমন্বয় করে মানব পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানব পাচারের এই চক্রগুলো চিহ্নিত ও ধ্বংস করতে হবে। বিশেষ করে, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত সম্ভাব্য ভুক্তভোগীদের উদ্ধার এবং তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা জরুরি।
তা ছাড়া, দেশে বৈধ অভিবাসনব্যবস্থা সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নিতে হবে। অধিকাংশ মানুষ সঠিক তথ্যের অভাবে দালালদের প্রতারণার শিকার হন। তাই বিদেশগামী শ্রমিকদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম জোরদার করতে হবে, যাতে তাঁরা বৈধ উপায়ে নিরাপদ অভিবাসনের সুযোগ পান।
এ ছাড়া, মানব পাচার প্রতিরোধে কূটনৈতিক তৎপরতা বাড়ানো দরকার। রাশিয়া, সৌদি আরব এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে হবে। পাচারের শিকার হওয়া ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা আশা করি, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। মানব পাচারের মতো ভয়ংকর অপরাধ দমন করা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজকের পত্রিকায় ১৩ আগস্ট একটি সংবাদ পড়ে এবং এ বিষয়ে টিভি চ্যানেলের সংবাদ দেখে মর্মাহত হয়েছিলাম। এভাবে কেউ কোনো দেশের একটি প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটাতে পারে? আজকের পত্রিকায় ‘সাদাপাথরের সৌন্দর্য হারানোর কান্না’ শিরোনামের সে প্রতিবেদনে লেখা হয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই শুরু হয় পাথর
৯ ঘণ্টা আগেবাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন শতাধিক। প্রতিবছর এখানে হাজারো গবেষণা হয়, যার বড় অংশের উদ্দেশ্য জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ। নিঃসন্দেহে বৈজ্ঞানিক প্রকাশনা একটি বিশ্ববিদ্যালয় ও গবেষকের মর্যাদা এবং বৈশ্বিক পরিচিতি বৃদ্ধির অন্যতম মাধ্যম।
৯ ঘণ্টা আগেখবরটি খুবই লজ্জার। বাংলাদেশ বিমানের একজন কেবিন ক্রু সোনা পাচারের দায়ে গ্রেপ্তার হয়েছেন। ৪ আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণ করার পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় এই কেবিন ক্রুর গতিবিধিতে সন্দেহ জাগে কাস্টমস কর্তৃপক্ষের। স্ক্যানিং মেশিনের নিচে তিনি পা দিয়ে কিছু লুকানোর
৯ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলনে জাপানি বিনিয়োগ পরামর্শক তাকাও হিরোসে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির জন্য অশনিসংকেত দিয়েছেন। তাঁর স্পষ্ট ভাষ্য, তাঁরা দ্রুত মুনাফার খোঁজে থাকা আগ্রাসী বিনিয়োগকারী, খামখেয়ালিও।
২০ ঘণ্টা আগে