সম্পাদকীয়
জনগণের সেবা করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের অনেকেই যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে মানুষ কার ওপর আস্থা রাখবে আর কার ওপর রাখবে না, সেই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন! ঢালাওভাবে আমরা পুরো পুলিশ বাহিনীকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিতে পারি না। আবার পুলিশের কোনো কোনো সদস্য যে দুর্নীতি করেন, তা দিনের আলোর মতোই পরিষ্কার। কোন পুলিশ সদস্যের কাছে ধরনা দিলে সাধারণ জনগণ উপকৃত হবে, সেই দ্বিধা না কাটা যেন একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। শাসক কিংবা উর্দি বদল এই সংস্কৃতির কোনো ব্যত্যয় ঘটাতে পারেনি।
পাঠক যদি ১৬ জুনের আজকের পত্রিকায় প্রকাশিত ‘মাদক মামলার ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায়’ শিরোনামের খবরটি পড়ে থাকেন, তাহলে ওপরের কথাগুলো মিলিয়ে নিতে পারেন সহজে। শুক্রবার দিবাগত রাতে (১৪ জুন) মুন্সিগঞ্জের শ্রীনগরের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে পাঁচ যুবককে আটক করে শ্রীনগর থানার এসআই আমির হামজাসহ পুলিশের একটি দল। তাঁরা শনিবার দুপুরে ছাড়াও পেয়ে যান।
ছাড়া পাওয়ার পর তাঁদের মধ্যে আকাশ শেখ নামের এক যুবক একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আকাশের অভিযোগ—তাঁদের পাঁচজনকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুলিশ ৫ লাখ টাকা দাবি করে। পরে দেড় লাখ টাকায় ব্যাপারটা রফা হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই সমালোচনার তির পুলিশের দিকে যায়। কিন্তু এসআই হামজা নিজে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি এ-ও মন্তব্য করেছেন যে যেহেতু অভিযোগ উঠেছে, তাই ‘কেউ না কেউ’ এই অর্থ নিয়েছেন। তিনি নিশ্চয়ই এই বাংলা প্রবাদটিতে বিশ্বাসী—যা রটে তা কিছু তো বটে! নিজেকে শুধু ‘হুকুম পালনকারী’ দাবি করে এই টাকা কে বা কারা নিয়েছেন, তা তদন্তের অনুরোধ করেছেন হামজা নিজেই। মনে হচ্ছে, পুলিশের কাছে পুলিশই অসহায়!
এদিকে শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেছেন, ওই পাঁচজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ সঙ্গে আলাপ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর টাকা লেনদেনের বিষয়টি মিথ্যা বলেও দাবি করেন তিনি।
দুই পুলিশ সদস্যের দুই রকম বক্তব্যে দ্বিধায় পড়ে যেতে হয়, যেন পুলিশ বনাম পুলিশ খেলা! তাই বুঝি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রকৃত সত্য জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।
কিন্তু সব সময়ই কি এ ধরনের ঘটনা ঘটার পর তদন্ত করে জানতে হবে পুলিশে কে বা কারা দুর্নীতিগ্রস্ত? আর তদন্তের পর দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি যদি না হয়, তাহলে কিন্তু তাঁরা মানুষকে ‘ভয়’ দেখিয়ে দুর্নীতির চর্চা চালিয়েই যাবেন।
জনগণ কবে শুধু নির্দিষ্ট পুলিশ সদস্য নয়, পুরো পুলিশ বাহিনীর ওপর ভরসা করতে পারবে? এই প্রশ্নটা মনে হয় কোথাও আলগোছে তুলে রেখে দিতে হবে—কেউ কোনো দিন সঠিক উত্তর দেবে এই আশায়।
জনগণের সেবা করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের অনেকেই যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে মানুষ কার ওপর আস্থা রাখবে আর কার ওপর রাখবে না, সেই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন! ঢালাওভাবে আমরা পুরো পুলিশ বাহিনীকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিতে পারি না। আবার পুলিশের কোনো কোনো সদস্য যে দুর্নীতি করেন, তা দিনের আলোর মতোই পরিষ্কার। কোন পুলিশ সদস্যের কাছে ধরনা দিলে সাধারণ জনগণ উপকৃত হবে, সেই দ্বিধা না কাটা যেন একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। শাসক কিংবা উর্দি বদল এই সংস্কৃতির কোনো ব্যত্যয় ঘটাতে পারেনি।
পাঠক যদি ১৬ জুনের আজকের পত্রিকায় প্রকাশিত ‘মাদক মামলার ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায়’ শিরোনামের খবরটি পড়ে থাকেন, তাহলে ওপরের কথাগুলো মিলিয়ে নিতে পারেন সহজে। শুক্রবার দিবাগত রাতে (১৪ জুন) মুন্সিগঞ্জের শ্রীনগরের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে পাঁচ যুবককে আটক করে শ্রীনগর থানার এসআই আমির হামজাসহ পুলিশের একটি দল। তাঁরা শনিবার দুপুরে ছাড়াও পেয়ে যান।
ছাড়া পাওয়ার পর তাঁদের মধ্যে আকাশ শেখ নামের এক যুবক একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আকাশের অভিযোগ—তাঁদের পাঁচজনকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুলিশ ৫ লাখ টাকা দাবি করে। পরে দেড় লাখ টাকায় ব্যাপারটা রফা হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই সমালোচনার তির পুলিশের দিকে যায়। কিন্তু এসআই হামজা নিজে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি এ-ও মন্তব্য করেছেন যে যেহেতু অভিযোগ উঠেছে, তাই ‘কেউ না কেউ’ এই অর্থ নিয়েছেন। তিনি নিশ্চয়ই এই বাংলা প্রবাদটিতে বিশ্বাসী—যা রটে তা কিছু তো বটে! নিজেকে শুধু ‘হুকুম পালনকারী’ দাবি করে এই টাকা কে বা কারা নিয়েছেন, তা তদন্তের অনুরোধ করেছেন হামজা নিজেই। মনে হচ্ছে, পুলিশের কাছে পুলিশই অসহায়!
এদিকে শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেছেন, ওই পাঁচজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ সঙ্গে আলাপ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর টাকা লেনদেনের বিষয়টি মিথ্যা বলেও দাবি করেন তিনি।
দুই পুলিশ সদস্যের দুই রকম বক্তব্যে দ্বিধায় পড়ে যেতে হয়, যেন পুলিশ বনাম পুলিশ খেলা! তাই বুঝি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রকৃত সত্য জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।
কিন্তু সব সময়ই কি এ ধরনের ঘটনা ঘটার পর তদন্ত করে জানতে হবে পুলিশে কে বা কারা দুর্নীতিগ্রস্ত? আর তদন্তের পর দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি যদি না হয়, তাহলে কিন্তু তাঁরা মানুষকে ‘ভয়’ দেখিয়ে দুর্নীতির চর্চা চালিয়েই যাবেন।
জনগণ কবে শুধু নির্দিষ্ট পুলিশ সদস্য নয়, পুরো পুলিশ বাহিনীর ওপর ভরসা করতে পারবে? এই প্রশ্নটা মনে হয় কোথাও আলগোছে তুলে রেখে দিতে হবে—কেউ কোনো দিন সঠিক উত্তর দেবে এই আশায়।
জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার অবসানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে পত্রপত্রিকা ও টেলিভিশনের টক শোতে চলছে এক বছরের মূল্যায়ন।
৭ ঘণ্টা আগেদেশে নারী জাগরণ অভূতপূর্ব। এটা বলে বোঝানোর দরকার পড়ে না। বীরকন্যা প্রীতিলতা, বেগম রোকেয়া থেকে জাহানারা ইমামে এর উজ্জ্বলতা ছড়িয়ে রয়েছে। বাংলাদেশ শাসিত হয়েছে নারীর অধীনে। এরশাদের পতনের পর সরাসরি সামরিক শাসনের অবসান হলে খালেদা জিয়া দেশ শাসনে আসেন।
৭ ঘণ্টা আগেআকাশের দিকে তাকিয়ে কিছুদিন পরেই বৃষ্টিতে নাজেহাল হয়ে ওঠা মানুষদের এমনটাই মনে হবে। বাইরে হয়তো রোদ তখন তেমন কড়া নয়, আবার কড়াও হতে পারে, শেফালির শাখে বিহগ-বিহগী কে জানে কী গেয়ে যাবে!
৭ ঘণ্টা আগেচাঁদপুরের মতলব উত্তরের ছোট্ট গ্রাম সাড়ে পাঁচআনি। এখানেই বড় হচ্ছে সোহান—মাত্র সাড়ে পাঁচ বছরের এক বিস্ময়বালক, যার পায়ের জাদু দেখে বিস্মিত হচ্ছে দেশজুড়ে মানুষ।
৭ ঘণ্টা আগে