চিররঞ্জন সরকার
৪ সেপ্টেম্বর এলজিইডি ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমাদের ধর্মে স্পষ্ট উল্লেখ আছে, ঘুষ খেলে নামাজ হবে না, হারাম খেলে নামাজ হবে না। শুধু তা-ই নয়, হারাম টাকায় কেনা কোনো পোশাক যদি অন্য পোশাক স্পর্শ করে, তবে নাপাক হয়ে যাবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান। সারা দিন কী কাজ করলেন, নিজেকে প্রশ্ন করুন।’
সচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘সরকার আমাদের বেতন অনেক বাড়িয়েছে। তার পরও কেউ চুরি করে ধরা পড়লে সরাসরি অ্যাকশন নেওয়া হবে।’
মন্ত্রিপরিষদ সচিব আকস্মিক কেন ঘুষের বিরুদ্ধে ‘ধর্মীয় নেতা’র স্টাইলে বয়ান দিলেন, তা বোধগম্য নয়। মাছ জল খাবে, সরকারি কর্মকর্তা ঘুষ খাবে, গরু ঘাস-বিচালি খাবে, ছাগল কাঁঠালপাতা খাবে, মাতাল মদ খাবে—এতে বাগড়া দেওয়ার কী আছে? যার যেটা ভালো লাগে, যে যেটা খেয়ে অভ্যস্ত, যা খেয়ে আরেকজন উপকার পায়, সে সেটা খাবেই। বাধা দিলে বরং বিপত্তি দেখা দেবে।
সচিব মহোদয় বলেছেন, ‘হারাম খেলে নামাজ হয় না।’ কিন্তু ‘হারাম’ না খেলে যাঁদের ঘুম হয় না, ফুটানি হয় না, পরিবারের সদস্যদের আরাম-আয়েশ, বিলাস-ব্যসন হয় না, ছটফটানি বাড়ে, তাদের কষ্টটা বুঝতে চাইলেন না?
খামোখা ‘হারাম’ খাওয়ার প্রসঙ্গ তুলে কিছু মানুষের হৃদয়ে আঘাত করার কোনো মানে আছে বলে মনে হয় না। সচিব মহোদয় কি জানেন না যে কারও হৃদয়ে আঘাত করা, মন ভাঙা অনেক বড়
গর্হিত কাজ?
আর ঘুষখোরদের অ্যাকশনের ভয় দেখিয়ে কী লাভ? যাঁরা ঘুষ খান, তাঁরা জেনে-বুঝে, নিয়ম মেনেই খান। সাক্ষী-প্রমাণ রেখে ঘুষ খান নবিশরা। যিনি যত পাকা, তিনি ততই কুশলী। তাঁরা রাখঢাক করেই খান। ঘুষ খাওয়া কিছু মানুষের কাছে এক আশ্চর্য আর্টে পরিণত হয়েছে। তাঁরা নিয়মিত ঘুষ খাচ্ছেন, অথচ ব্যাংকে কোনো টাকা পাবেন না। নিয়মিত ধর্মকর্ম করছেন। যেখানে যতটুকু নীতিনৈতিকতার কথা বলা দরকার, তা ঝেড়ে দিচ্ছেন। এমন নিখুঁত ‘অভিনেতা’দের কে সামলাবেন, কীভাবে সামলাবেন?
তা ছাড়া, ঘুষ এখন সিস্টেমের মধ্যেই ঢুকে গেছে। যত বড় কর্মকর্তা, তাঁর জন্য পারসেন্টেজ তত বেশি। এমনভাবে প্রকল্প তৈরি করা হয়, সেটা এমনভাবে অনুমোদন হয়, এমন কায়দায় বাস্তবায়িত হয়, কোনো একজন ঝানু গোয়েন্দার পক্ষেও সেটাতে কোনো অনিয়ম খুঁজে বের করা সম্ভব নয়। অথচ শিকড় থেকে ডালপালা পর্যন্ত ঘুষ-দুর্নীতির উপাদান নিবিড়ভাবে জড়িয়ে থাকে।
এ কথা ঠিক যে সরকারি কর্মকর্তাদের বেতন এখন অনেক বাড়ানো হয়েছে। এই বেতনে ‘নিয়মের মধ্যে থেকে’ও জীবনযাপন সম্ভব। কিন্তু তা দিয়ে কতটা ‘উন্নত’ জীবনযাপন করা সম্ভব, সে প্রশ্ন থাকেই। তা ছাড়া, মানুষের চাহিদার কি কোনো শেষ আছে? ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস যখন কোটি কোটি টাকা ব্যয় করে মহাশূন্যে বেড়াতে যান, তখন কি আমাদের সরকারি কর্মকর্তারা আটার রুটি আর আলুভাজি চিবোতে চিবোতে সেই খবর পত্রিকায় পড়ে চুপচাপ বসে থাকতে পারেন? তাঁদেরও কি ইচ্ছে করে না কোটিপতি হওয়ার? মহাশূন্যে না হোক, ইউরোপ-আমেরিকা ঘুরে বেড়ানোর? সীমিত আয়, সীমাবদ্ধ জীবন কি কারও আরাধ্য হতে পারে?
যত কথাই বলি না কেন, ঘুষ-দুর্নীতি আসলে আমাদের সমাজে অপরিহার্য একটি বিষয়ে পরিণত হয়েছে। এর অনেক উপকারিতাও আছে। উপকারিতা আছে বলেই আমাদের সমাজে ওই জিনিস বীরবিক্রমে টিকে আছে। ভয় দেখিয়ে, দুর্নীতি দমন কমিশন গঠন করে, বিভিন্ন আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেও ঘুষ-দুর্নীতি কমানো যাচ্ছে না। বরং এর সামাজিক উপযোগিতা দিনদিন বেড়েই চলেছে। দুর্নীতি নিয়ে মানুষের অসীম উৎসাহ। কে খেলো, কত খেলো, কীভাবে খেলো—এসব জানতে মানুষের মন আঁকুপাঁকু করে। ঘুষ-দুর্নীতির খবর প্রকাশিত হলে মানুষ রসিয়ে রসিয়ে পড়ে। অনেকে গোপনে দীর্ঘশ্বাসও ফেলে। ইশ, এমন একটা সুযোগ আমি কেন পেলাম না! সরকারি কোনো প্রকল্পের কেনাকাটায় দুর্নীতির খবর যখন পত্রিকায় প্রকাশিত হয়, মানুষের মধ্যে তখন বিপুল আগ্রহের সৃষ্টি হয়। এই যেমন রূপপুর প্রকল্পে বালিশ কেনা, মেডিকেল কলেজের বই কেনা, পর্দা কেনা, সরঞ্জাম কেনা। এসব নিয়ে লোকজন ক্ষোভও প্রকাশ করেন। কারণ যে পেরেছে আর যে পারেনি, দুইয়ের একটা দ্বন্দ্ব-ক্ষোভ থাকবেই!
যা হোক, ঘুষকে আমরা ‘খাদ্য’ বানিয়ে ফেলেছি। এ দেশে এখন মানুষ আমিষ-নিরামিষ, ভাত-নাশতা-পানীয়র পাশাপাশি ঘুষও ‘খায়’। এ যুগে ঘুষ নিয়ে ঘুষাঘুষি করে কোনো লাভ আছে বলে মনে হয় না। কান পাতলে এখন বরং এমন কথা শোনা যায়— পাত্র কী করে?
: সরকারি চাকুরে।
: তা উপরি কত?
: এ আবার কেমন কথা! সবাই কি ঘুষ খায়?
: কেন খাবে না? আরে ভাই,
যা দিনকাল পড়ছে। সংসারটা তো
চালাতে হবে। মাসের বেতনের টাকা তো মোবাইল বিল দিতেই চলে যায়। তারপর বাসাভাড়া, ছেলেমেয়ের পড়ার খরচ, বউয়ের বায়না—এসবও তো মেটাতে হবে, নাকি?
এবার পাত্রপক্ষ ভাবতে বসে, কিন্তু মুখ খোলে না। কারণ, ঘুষই একমাত্র খাদ্য, যা মুখ না খুলেই খাওয়া যায়। আসল কথা হলো, নগদপ্রাপ্তিতে সবাই খুশি।
পিয়ন থেকে শুরু করে অফিসের বড় কর্তা—সবাই তৎপর এই ঘুষের কারণে। তুমি আমাকে ঘুষ দাও, আমি তোমাকে ফাইল দেব। সহজ গাণিতিক সমাধান।
ঘুষ না খেলে শুনেছি অনেক কর্মকর্তার হুঁশ থাকে না। ঘুষ পেলে তাঁরা খুশ থাকেন। মানুষের দেখাদেখি জীবজন্তুও এখন ঘুষ খেতে শিখেছে। চিড়িয়াখানায় বানরের খাঁচার সামনে দাঁড়িয়ে যতই ভেংচি কাটেন, বানর কিছুতেই সাড়া দেবে না। ও ব্যাটা ঠিক ‘লিভ মি এলোন’ ভাব নিয়ে বসে থাকবে। একটা কলা ছুড়ে দিন। এবার দেখুন তার বাঁদরামো। আবার টিউবওয়েলের কথাই ধরুন। সকাল থেকে চাপাচাপি করছেন, পানি বের হচ্ছে না। অথচ যন্ত্রপাতি সব ঠিক আছে। টিউবওয়েলের মধ্যে একটু পানি ঢালুন। এবার চাপতে থাকুন। দেখবেন জোয়ারের মতো পানি বেরিয়ে আসছে। এ আসলে ঘুষের ব্যারাম। মন নিয়ে ছিনিমিনি খেলার মতো ঘুষ নিয়ে ঘুষাঘুষিও এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। পার্থক্য শুধু নামে। কেউ একে বলেন উপহার, কেউ বলেন ডোনেশন, আবার কেউ বলেন পারসেন্টেজ। এ চলছে, চলবে!
লেখক: গবেষক, রম্য লেখক
৪ সেপ্টেম্বর এলজিইডি ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমাদের ধর্মে স্পষ্ট উল্লেখ আছে, ঘুষ খেলে নামাজ হবে না, হারাম খেলে নামাজ হবে না। শুধু তা-ই নয়, হারাম টাকায় কেনা কোনো পোশাক যদি অন্য পোশাক স্পর্শ করে, তবে নাপাক হয়ে যাবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান। সারা দিন কী কাজ করলেন, নিজেকে প্রশ্ন করুন।’
সচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘সরকার আমাদের বেতন অনেক বাড়িয়েছে। তার পরও কেউ চুরি করে ধরা পড়লে সরাসরি অ্যাকশন নেওয়া হবে।’
মন্ত্রিপরিষদ সচিব আকস্মিক কেন ঘুষের বিরুদ্ধে ‘ধর্মীয় নেতা’র স্টাইলে বয়ান দিলেন, তা বোধগম্য নয়। মাছ জল খাবে, সরকারি কর্মকর্তা ঘুষ খাবে, গরু ঘাস-বিচালি খাবে, ছাগল কাঁঠালপাতা খাবে, মাতাল মদ খাবে—এতে বাগড়া দেওয়ার কী আছে? যার যেটা ভালো লাগে, যে যেটা খেয়ে অভ্যস্ত, যা খেয়ে আরেকজন উপকার পায়, সে সেটা খাবেই। বাধা দিলে বরং বিপত্তি দেখা দেবে।
সচিব মহোদয় বলেছেন, ‘হারাম খেলে নামাজ হয় না।’ কিন্তু ‘হারাম’ না খেলে যাঁদের ঘুম হয় না, ফুটানি হয় না, পরিবারের সদস্যদের আরাম-আয়েশ, বিলাস-ব্যসন হয় না, ছটফটানি বাড়ে, তাদের কষ্টটা বুঝতে চাইলেন না?
খামোখা ‘হারাম’ খাওয়ার প্রসঙ্গ তুলে কিছু মানুষের হৃদয়ে আঘাত করার কোনো মানে আছে বলে মনে হয় না। সচিব মহোদয় কি জানেন না যে কারও হৃদয়ে আঘাত করা, মন ভাঙা অনেক বড়
গর্হিত কাজ?
আর ঘুষখোরদের অ্যাকশনের ভয় দেখিয়ে কী লাভ? যাঁরা ঘুষ খান, তাঁরা জেনে-বুঝে, নিয়ম মেনেই খান। সাক্ষী-প্রমাণ রেখে ঘুষ খান নবিশরা। যিনি যত পাকা, তিনি ততই কুশলী। তাঁরা রাখঢাক করেই খান। ঘুষ খাওয়া কিছু মানুষের কাছে এক আশ্চর্য আর্টে পরিণত হয়েছে। তাঁরা নিয়মিত ঘুষ খাচ্ছেন, অথচ ব্যাংকে কোনো টাকা পাবেন না। নিয়মিত ধর্মকর্ম করছেন। যেখানে যতটুকু নীতিনৈতিকতার কথা বলা দরকার, তা ঝেড়ে দিচ্ছেন। এমন নিখুঁত ‘অভিনেতা’দের কে সামলাবেন, কীভাবে সামলাবেন?
তা ছাড়া, ঘুষ এখন সিস্টেমের মধ্যেই ঢুকে গেছে। যত বড় কর্মকর্তা, তাঁর জন্য পারসেন্টেজ তত বেশি। এমনভাবে প্রকল্প তৈরি করা হয়, সেটা এমনভাবে অনুমোদন হয়, এমন কায়দায় বাস্তবায়িত হয়, কোনো একজন ঝানু গোয়েন্দার পক্ষেও সেটাতে কোনো অনিয়ম খুঁজে বের করা সম্ভব নয়। অথচ শিকড় থেকে ডালপালা পর্যন্ত ঘুষ-দুর্নীতির উপাদান নিবিড়ভাবে জড়িয়ে থাকে।
এ কথা ঠিক যে সরকারি কর্মকর্তাদের বেতন এখন অনেক বাড়ানো হয়েছে। এই বেতনে ‘নিয়মের মধ্যে থেকে’ও জীবনযাপন সম্ভব। কিন্তু তা দিয়ে কতটা ‘উন্নত’ জীবনযাপন করা সম্ভব, সে প্রশ্ন থাকেই। তা ছাড়া, মানুষের চাহিদার কি কোনো শেষ আছে? ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস যখন কোটি কোটি টাকা ব্যয় করে মহাশূন্যে বেড়াতে যান, তখন কি আমাদের সরকারি কর্মকর্তারা আটার রুটি আর আলুভাজি চিবোতে চিবোতে সেই খবর পত্রিকায় পড়ে চুপচাপ বসে থাকতে পারেন? তাঁদেরও কি ইচ্ছে করে না কোটিপতি হওয়ার? মহাশূন্যে না হোক, ইউরোপ-আমেরিকা ঘুরে বেড়ানোর? সীমিত আয়, সীমাবদ্ধ জীবন কি কারও আরাধ্য হতে পারে?
যত কথাই বলি না কেন, ঘুষ-দুর্নীতি আসলে আমাদের সমাজে অপরিহার্য একটি বিষয়ে পরিণত হয়েছে। এর অনেক উপকারিতাও আছে। উপকারিতা আছে বলেই আমাদের সমাজে ওই জিনিস বীরবিক্রমে টিকে আছে। ভয় দেখিয়ে, দুর্নীতি দমন কমিশন গঠন করে, বিভিন্ন আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেও ঘুষ-দুর্নীতি কমানো যাচ্ছে না। বরং এর সামাজিক উপযোগিতা দিনদিন বেড়েই চলেছে। দুর্নীতি নিয়ে মানুষের অসীম উৎসাহ। কে খেলো, কত খেলো, কীভাবে খেলো—এসব জানতে মানুষের মন আঁকুপাঁকু করে। ঘুষ-দুর্নীতির খবর প্রকাশিত হলে মানুষ রসিয়ে রসিয়ে পড়ে। অনেকে গোপনে দীর্ঘশ্বাসও ফেলে। ইশ, এমন একটা সুযোগ আমি কেন পেলাম না! সরকারি কোনো প্রকল্পের কেনাকাটায় দুর্নীতির খবর যখন পত্রিকায় প্রকাশিত হয়, মানুষের মধ্যে তখন বিপুল আগ্রহের সৃষ্টি হয়। এই যেমন রূপপুর প্রকল্পে বালিশ কেনা, মেডিকেল কলেজের বই কেনা, পর্দা কেনা, সরঞ্জাম কেনা। এসব নিয়ে লোকজন ক্ষোভও প্রকাশ করেন। কারণ যে পেরেছে আর যে পারেনি, দুইয়ের একটা দ্বন্দ্ব-ক্ষোভ থাকবেই!
যা হোক, ঘুষকে আমরা ‘খাদ্য’ বানিয়ে ফেলেছি। এ দেশে এখন মানুষ আমিষ-নিরামিষ, ভাত-নাশতা-পানীয়র পাশাপাশি ঘুষও ‘খায়’। এ যুগে ঘুষ নিয়ে ঘুষাঘুষি করে কোনো লাভ আছে বলে মনে হয় না। কান পাতলে এখন বরং এমন কথা শোনা যায়— পাত্র কী করে?
: সরকারি চাকুরে।
: তা উপরি কত?
: এ আবার কেমন কথা! সবাই কি ঘুষ খায়?
: কেন খাবে না? আরে ভাই,
যা দিনকাল পড়ছে। সংসারটা তো
চালাতে হবে। মাসের বেতনের টাকা তো মোবাইল বিল দিতেই চলে যায়। তারপর বাসাভাড়া, ছেলেমেয়ের পড়ার খরচ, বউয়ের বায়না—এসবও তো মেটাতে হবে, নাকি?
এবার পাত্রপক্ষ ভাবতে বসে, কিন্তু মুখ খোলে না। কারণ, ঘুষই একমাত্র খাদ্য, যা মুখ না খুলেই খাওয়া যায়। আসল কথা হলো, নগদপ্রাপ্তিতে সবাই খুশি।
পিয়ন থেকে শুরু করে অফিসের বড় কর্তা—সবাই তৎপর এই ঘুষের কারণে। তুমি আমাকে ঘুষ দাও, আমি তোমাকে ফাইল দেব। সহজ গাণিতিক সমাধান।
ঘুষ না খেলে শুনেছি অনেক কর্মকর্তার হুঁশ থাকে না। ঘুষ পেলে তাঁরা খুশ থাকেন। মানুষের দেখাদেখি জীবজন্তুও এখন ঘুষ খেতে শিখেছে। চিড়িয়াখানায় বানরের খাঁচার সামনে দাঁড়িয়ে যতই ভেংচি কাটেন, বানর কিছুতেই সাড়া দেবে না। ও ব্যাটা ঠিক ‘লিভ মি এলোন’ ভাব নিয়ে বসে থাকবে। একটা কলা ছুড়ে দিন। এবার দেখুন তার বাঁদরামো। আবার টিউবওয়েলের কথাই ধরুন। সকাল থেকে চাপাচাপি করছেন, পানি বের হচ্ছে না। অথচ যন্ত্রপাতি সব ঠিক আছে। টিউবওয়েলের মধ্যে একটু পানি ঢালুন। এবার চাপতে থাকুন। দেখবেন জোয়ারের মতো পানি বেরিয়ে আসছে। এ আসলে ঘুষের ব্যারাম। মন নিয়ে ছিনিমিনি খেলার মতো ঘুষ নিয়ে ঘুষাঘুষিও এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। পার্থক্য শুধু নামে। কেউ একে বলেন উপহার, কেউ বলেন ডোনেশন, আবার কেউ বলেন পারসেন্টেজ। এ চলছে, চলবে!
লেখক: গবেষক, রম্য লেখক
অনেকেরই সংশয় ছিল। কারও কিছুটা হালকা, কারও আবার গভীর। কেউ কেউ শঙ্কিতও ছিলেন। দেশের পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে। এদের সবার সেই সব সংশয় ও শঙ্কা এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। ফলে দেশের শাসনব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরকামী সাধারণ মানুষের জন্য তা হয়ে উঠেছে অশনিসংকেত। হ্যাঁ, এই কথাগুলো হচ্ছে ত্রয়োদশ জাতীয়
২১ ঘণ্টা আগেন্যায়বিচার, সংস্কার ও বৈষম্য বিলোপের দাবি থেকে চব্বিশের গণ-অভ্যুত্থান সফল হয়েছিল। দুঃখজনক ব্যাপার হলো, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই আন্দোলনের নেতা-কর্মীদের অনেকেই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেতার উন্মুক্ত চাঁদাবাজির ঘটনা এর উৎকৃষ্ট উদাহরণ।
২১ ঘণ্টা আগেআমাদের সর্বসাধারণের মনে একটা প্রশ্ন সব সময়ই ঘুরপাক খায়—ভগবান যেহেতু অজ, তাহলে তাঁর আবার জন্ম কিসের? এই প্রশ্নের উত্তর ভগবান নিজেই গীতায় স্পষ্ট করে দিয়েছেন। গীতায় ভগবান বলেছেন, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং তিনি অজ অর্থাৎ জন্মরহিত হওয়া সত্ত্বেও এই জড়জগতে জন্মগ্রহণ করেন। কেন তিনি জন্মগ্রহণ
১ দিন আগেএকসময় ভরা মৌসুমে এ দেশের সাধারণ মানুষও ইলিশ কিনতে পারত। কিন্তু অনেক বছর থেকে ইলিশ শুধু উচ্চবিত্ত মানুষেরাই কিনতে পারছে। বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় এর আকাশছোঁয়া দামের কারণে এখন নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নাগালের মধ্যে নেই ইলিশ। এখন ভরা মৌসুমে ইলিশের দাম বাড়া নিয়ে ১৫ আগস্ট আজকের পত্রিকায় একটি সংবাদ
১ দিন আগে