কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পরও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয়, তা হবে দুঃখজনক— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব এমন মন্তব্য করেন।
নিষেধাজ্ঞা এলে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে দাবি করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার ওপর জোর দিয়েছে। এমন নির্বাচন করার কথাই বলছে সরকার ও নির্বাচন কমিশন। সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। কোনো দেশ কী ভাবল, কী করল, তা নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫টি দেশের প্রায় ১৮০ জন পর্যবেক্ষক, বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রায় ৩০ জন কর্মকর্তা ও আন্তর্জাতিক গণমাধ্যমের অনেক সাংবাদিক নির্বাচন দেখতে বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছেন। নির্বাচন কমিশন বিষয়গুলো খতিয়ে দেখছে।
তিস্তা নদীর বাংলাদেশ অংশের আশপাশের এলাকায় বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রকল্পে চীন আগ্রহ দেখিয়েছে। এমন তথ্য তুলে ধরে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মুখপাত্র সাংবাদিকদের বলেন, চীনের আগ্রহের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিবেচনা করে দেখবে।
বাংলাদেশে তিস্তা অববাহিকায় চীনা প্রকল্পের ব্যাপারে ভারতের আপত্তি আছে, এমন তথ্য দিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, এ রকম কোনো প্রস্তাব যদি থাকে, তখন ভূ-রাজনৈতিক বিবেচনায় এগোতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পরও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয়, তা হবে দুঃখজনক— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব এমন মন্তব্য করেন।
নিষেধাজ্ঞা এলে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে দাবি করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার ওপর জোর দিয়েছে। এমন নির্বাচন করার কথাই বলছে সরকার ও নির্বাচন কমিশন। সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। কোনো দেশ কী ভাবল, কী করল, তা নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫টি দেশের প্রায় ১৮০ জন পর্যবেক্ষক, বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রায় ৩০ জন কর্মকর্তা ও আন্তর্জাতিক গণমাধ্যমের অনেক সাংবাদিক নির্বাচন দেখতে বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছেন। নির্বাচন কমিশন বিষয়গুলো খতিয়ে দেখছে।
তিস্তা নদীর বাংলাদেশ অংশের আশপাশের এলাকায় বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রকল্পে চীন আগ্রহ দেখিয়েছে। এমন তথ্য তুলে ধরে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মুখপাত্র সাংবাদিকদের বলেন, চীনের আগ্রহের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিবেচনা করে দেখবে।
বাংলাদেশে তিস্তা অববাহিকায় চীনা প্রকল্পের ব্যাপারে ভারতের আপত্তি আছে, এমন তথ্য দিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, এ রকম কোনো প্রস্তাব যদি থাকে, তখন ভূ-রাজনৈতিক বিবেচনায় এগোতে হবে।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্ক বরাবরই চড়াই-উতরাইয়ের। এর মধ্যে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে এ সম্পর্ক টিকে ছিল সুতোর ওপর। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নিলে দেশটির চিরবৈরী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গতি আনতে সক্রিয় হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ শনিবার। উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের (সিডিপিএল) পরিচালক প্রকৌশলী আমিনুল হক বলেন, তেল পরিবহনে শতাধিক
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১৬ ঘণ্টা আগে