Ajker Patrika

অনেক বিষয়ে আমরা কাছাকাছি, ঐকমত্যের এ সুযোগ যেন না হারাই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২৫, ১৯: ১৪
ফাইল ছবি
ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে আজ সোমবার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, সংলাপের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে অনেকগুলো বিষয়ে ‘সবাই ঐকমত্যের কাছাকাছি’।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যত ইস্যুজ আছে, যতগুলো সুপারিশ আছে, তার মধ্যে কীভাবে আমরা একমত হলাম, কোনটাতে একমত হলাম, সব মিলিয়ে শেষ পর্যন্ত জুলাই সনদ করব। এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব।’

দ্বিতীয় ধাপের সংলাপের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো বিষয়ে কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হবে, ঐকমত্যের সুপারিশ। এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম পর্বের আলোচনায় যতটুকু তফাত ছিল, সেই দূরত্ব ঘুচিয়ে যাতে আমাদের জুলাই সনদে যতগুলো ঐকমত্য আছে, তার সঙ্গে আরও কিছু যোগ করতে পারি। দেখতে সুন্দর লাগবে। জাতীয় সনদ হবে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা যেন গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারি। আমরা তো বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গল ও উন্নতির জন্য।’ সভায় উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আশা করি, আমরা সেই পর্বে ঢুকতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত