নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে আজ সোমবার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, সংলাপের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে অনেকগুলো বিষয়ে ‘সবাই ঐকমত্যের কাছাকাছি’।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যত ইস্যুজ আছে, যতগুলো সুপারিশ আছে, তার মধ্যে কীভাবে আমরা একমত হলাম, কোনটাতে একমত হলাম, সব মিলিয়ে শেষ পর্যন্ত জুলাই সনদ করব। এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব।’
দ্বিতীয় ধাপের সংলাপের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো বিষয়ে কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হবে, ঐকমত্যের সুপারিশ। এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম পর্বের আলোচনায় যতটুকু তফাত ছিল, সেই দূরত্ব ঘুচিয়ে যাতে আমাদের জুলাই সনদে যতগুলো ঐকমত্য আছে, তার সঙ্গে আরও কিছু যোগ করতে পারি। দেখতে সুন্দর লাগবে। জাতীয় সনদ হবে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা যেন গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারি। আমরা তো বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গল ও উন্নতির জন্য।’ সভায় উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আশা করি, আমরা সেই পর্বে ঢুকতে পারব।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে আজ সোমবার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, সংলাপের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে অনেকগুলো বিষয়ে ‘সবাই ঐকমত্যের কাছাকাছি’।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যত ইস্যুজ আছে, যতগুলো সুপারিশ আছে, তার মধ্যে কীভাবে আমরা একমত হলাম, কোনটাতে একমত হলাম, সব মিলিয়ে শেষ পর্যন্ত জুলাই সনদ করব। এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব।’
দ্বিতীয় ধাপের সংলাপের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো বিষয়ে কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকায় আরেকটা সুপারিশ যুক্ত হবে, ঐকমত্যের সুপারিশ। এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম পর্বের আলোচনায় যতটুকু তফাত ছিল, সেই দূরত্ব ঘুচিয়ে যাতে আমাদের জুলাই সনদে যতগুলো ঐকমত্য আছে, তার সঙ্গে আরও কিছু যোগ করতে পারি। দেখতে সুন্দর লাগবে। জাতীয় সনদ হবে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা যেন গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারি। আমরা তো বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গল ও উন্নতির জন্য।’ সভায় উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আশা করি, আমরা সেই পর্বে ঢুকতে পারব।’
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তাঁর স্ত্রী লিপিকা ভদ্রসহ ১৬ জানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৪২ মিনিট আগেরাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ উত্তোলন করে তাদের মৃত্যুর কারণ নির্ণয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজ ভেরিফায়েড ফেসবুকে এ পোস্ট দেন তিনি।
২ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল— দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ
২ ঘণ্টা আগে